ওয়ার্ডপ্রেস ফ্রী,পেইড, ক্রাক থিম প্লাগিন কি?

ওয়ার্ডপ্রেস হলো একটি CMS (Content Management System) যার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট তৈরি এবং ম্যানেজ করা যায় শুধু তাই নয় WordPress এর নিজস্ব Theme এবং Plugin Store রয়েছে যেখান থেকে খুব সহজে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Theme, Plugins ইন্সটল করতে পারি।

ওয়ার্ডপ্রেস থিম প্লাগিন কি? থিম প্লাগিন সম্পর্কে সহজে যদি বলি, ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে থিম আর প্লাগিন অনেকটা মোবাইল অ্যাপসের মতো, মোবাইলে বিভিন্ন প্রয়োনে যেমন অ্যাপস ইনস্টল দিতে হয় তেমনি ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রয়োজনভেদে বিভিন্ন প্লাগিন ইনস্টল দিতে হয়।

ফ্রী থিম প্লাগিন কি?

সাধারণত যেইসব থিম এবং প্লাগিন আমরা Purchase না করে ফ্রিতে ব্যবহার করতে পারি সেগুলোই হলো ফ্রী থিম এবং প্লাগিন । 

অনেক Developer এবং Company/Agency রয়েছে যারা তাদের Theme, Plugins গুলো ওয়ার্ডপ্রেস ষ্টোরে পাবলিশ করে যাতে তাদের Product গুলো ইউজাররা ব্যবহার করতে পারে । এই সব Company/Agency গুলো তাদের Theme,Plugins এর ২ টি ভার্সন তৈরি করে ফ্রী এবং পেইড । তারা তাদের ফ্রী ভার্সন ওয়ার্ডপ্রেস ষ্টোরে পাবলিশ করে যাতে করে ইউজার রা তাদের প্রোডাক্ট ফ্রী তে ব্যবহার করে কাজ করতে পারে এবং পেইড ব্যবহার করতে আকৃষ্ট হয়।

পেইড থিম প্লাগিন কি?

পেইড থিম প্লাগিন কি?

যেইসব থিম/প্লাগিন আমরা বিভিন্ন Developer এবং Company/Agency কাছে থেকে কিনে ব্যবহার করি সেগুলোই পেইড থিম/প্লাগিন ।

সাধারণত Company/Agency গুলো থিম/প্লাগিন তৈরি করার সময় ২ টি ভার্সন তৈরি করে ফ্রী এবং পেইড। ফ্রী থিম/প্লাগিন গুলোতে তারা স্বল্প সংখ্যক অপশন এবং Customize এর সুযোগ সুবিধা দিয়ে ইউজারদের ফ্রী তে ব্যবহার করতে দেয়। পরে ইউজারদের যদি আরো বেশি অপশন এবং Customize এর সুযোগ সুবিধার প্রয়োজন হয় তখন তারা পেইড ভার্সন কিনে নিতে পারে।

ক্র্যাক থিম প্লাগিন কি?

পেইড থিম/প্লাগিন গুলো আমাদের কিনে ব্যবহার করতে হয়। কিন্তু অনেকে রয়েছে যারা এই পেইড থিম/প্লাগিন গুলোর লাইসেন্স বাইপাস করে। লাইসেন্সে বাইপাস করা এই  থিম/প্লাগিন গুলকে ক্র্যাক থিম/প্লাগিন বলে । ক্র্যাক  থিম/প্লাগিন গুলতে অনেক সময় ভাইরাস থাকে যেগুলো আমাদের ওয়েবসাইট হ্যাক এর কারন হতে পারে এই জন্য আমাদের ক্র্যাক ব্যবহার করা উচিত নয় ।

ওয়ার্ডপ্রেসের সেরা এসইও টুলস – ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন

Leave a Reply