ডোমেইন হোস্টিং এডভান্স গাইড

রিলিজ হলো IT Nut  এর ডোমেইন হোস্টিং এডভান্স গাইড বুক

ওয়েবসাইটের গুরুত্ব বর্তমানে এতোই যে প্রতিটা বিজনেস বা প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট থাকা প্রায় বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে, আর এই ওয়েবসাইট শুরু করার প্রথম ধাপ হচ্ছে ডোমেইন হোস্টিং।

যারা আইটি পেশার সাথে জড়িত তাঁরা মোটামুটি সবাই কমবেশি ডোমেইন হোস্টিং সম্পর্কে জানে। কিন্তু সাধারণ ননটেকি ইউজারের মাঝে ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা খুবই কম। এমনকি আইটি প্রফেশনের ও অনেকেই আছে যাদের ডোমেইন হোস্টিং সম্পর্কে ব্যাসিক নলেজ থাকলেও এডভান্স নলেজ নেই। তাই ডোমেইন হোস্টিং কেনার সময় তারা সঠিকভাবে কেম্পয়ার করতে পারেনা, অনেক সময় ভুল প্রতিষ্ঠানের থেকে সার্ভিস কিনে প্রতারিত হয়। 

এইসব সমস্যার কথা চিন্তা করে এবং ইউজারদের মাঝে ডোমেইন হোস্টিং এডভান্স নলেজ শেয়ার করার উদ্দেশ্য নিয়ে IT Nut Hosting রিলিজ করেছে ডোমেইন হোস্টিং এডভান্স গাইড PDF বুক। এই বইটি পড়ে একজন নরমাল ইউজার যে ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছুই জানে না সেও বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। 

ডাউনলোড: https://netkotha.com/wp-content/uploads/2022/05/Domain-Hosting-Advanced-Guide.pdf

Leave a Reply