মাদারবোর্ড

মাদারবোর্ড কত প্রকার ও কি কি?

বর্তমান সময়ে আপনি মোট ৫ প্রকারের মাদারবোর্ড দেখতে পারবেন। যেগুলো মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ধারন করা হয়েছে। চলুন এবার সেই ৫ প্রকার মাদারবোর্ডের সাথে পরিচিত হওয়া যাক। 

  1. Standard ATX (স্ট্যান্ডার্ড এটিএক্স)
  2. Micro ATX (মাইক্রো এটিএক্স)
  3. Mini ITX (মিনি আইটিএক্স)
  4. Nano ITX (ন্যানো আইটিএক্স)
  5. Pico ITX (পিকো আইটিএক্স)

উপরে আমি যে ৫ প্রকারের Motherboard এর কথা উল্লেখ করেছি, সেগুলো মূলত নির্ধারন করা হয়েছে, উৎপাদন, মার্কেট লেভেল, ব্যবহারের দিক, আকার এবং ক্ষমতার উপরে। যার কারনে উপরোক্ত মাদারবোর্ড গুলো আজকের দিনে ব্যাপক জনপ্রিয়। চলুন এবার সেই প্রকারভেদ গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

 Standard ATX Motherboard 

ব্যবহারিক দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় মাদারবোর্ড এর নাম হলো Standard ATX. এর প্রধান কারন হলো এর মধ্যে অতিরিক্ত এফিশিয়েন্সি যুক্ত টেকনোলজি থাকে। যা ব্যবহারিক দিক থেকে অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে। এটি আপনি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন Ram ব্যবহার করতে পারবেন। এগুলোর সাইজ বা আকার 35 ইঞ্চি × 35 ইঞ্চি হয়ে থাকে৷ সাধারণত হাই কনফিগারেশন এর পিসি তৈরি করার সময় এমন মাদারবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। 

Micro ATX Motherboard 

প্রায় 24 ইঞ্চি × 24 ইঞ্চি সাইজের মাদারবোর্ড গুলোকে বলা হয় Micro ATX. এগুলো মূলত Mini ATX এর থেকে কিছুটা বড় হয়ে থাকে। এই Micro ATX এর মধ্যে আলাদা করে স্লট দেখতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এর মধ্যে অনেক স্লট লাগিয়ে নিতে পারবেন। 

Mini ITX Motherboard 

আকারের দিক থেকে তুলনামূলক ভাবে অনেক ছোট হলেও বেশ শক্তিশালী একটি মাদারবোর্ড হলো Mini ITX. যার 16 Ram সাপোর্ট করার মতো ক্ষমতা আছে। তবে আকারের দিক থেকে একটু ছোট হওয়ার কারনে। এতে বেশি পরিমানে ক্যাবল ব্যবহার করা যায়না। কিন্তুু এর বিশেষ একটা সুবিধা আছে। সেটি হলো, এই মাদারবোর্ডে আপনি আপনার ইচ্ছেমতো কার্ড ব্যবহার করতে পারবেন। যেমন, Graphics Card, Audio Card ইত্যাদি।

Nano ITX Motherboard 

অনেক কম পাওয়ার দিয়ে স্মুথলি ব্যবহার করা যায়। এমন একটি মাদারবোর্ড এর নাম হলো Nano ITX. এটি সর্বপ্রথম ২০০৩ সালে তৈরি হওয়ার কথা থাকলেও। এটি ২০০৫ সালে প্রথম মার্কেটে চালু করা হয়। বলে রাখা ভালো যে, এটি হলো fully integrated. এবং এটি -20°C ~ +70°C (-4°F ~ 158°F) টেম্পারেচারে অপারেট করতে পারে। 

Pico ITX Motherboard 

২০০৮ সালে সর্বপ্রথম VIA Technologies কোম্পানি থেকে প্রচার করা মাদারবোর্ড এর নাম হলো, Pico ITX. যেটি আকারের দিক থেকে প্রায় ১০ সেমিঃ × ৭.২ সেমিঃ হয়ে থাকে। বলা যায়, পিসির জন্য এটি হলো অন্যতম একটি মাদারবোর্ড। 

Leave a Reply