মাদারবোর্ড এর মধ্যে কি কি থাকে? মাদারবোর্ড এর বিভিন্ন পোর্ট

একটি মানুষের শরীর যেমন বিভিন্ন প্রকারের হাড় মাংসের সমন্বয় থাকে। ঠিক তেমনিভাবে কোনো একটি মাদারবোর্ড নানা ধরনের ছোটো বড় কম্পোনেন্ট এবং ডিভাইস এর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। বলা বাহুল্য যে, একটি মাদারবোর্ডে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। কিন্তুু সব গুলো কম্পোনেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তাই এবার আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু Motherboard Components এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলো ভীষন গুরুত্বপূর্ণ। যেমনঃ 

Processor Socket – আপনি হয়তবা ডুয়েল কোর, কিংবা ইন্টেল কোর i3 বা ইন্টেল i5 এর নাম শুনে থাকবেন, মূলত এগুলো হলো প্রসেসর এর নাম। তবে সব ধরনের প্রসেসর প্রতিটা মাদারবোর্ডে সাপোর্ট করেনা। বরং নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন প্রসেসরের উপর নির্ভর করে মাদারবোর্ডে সেটআপ করা হয়ে থাকে। 

 Ram– একটি মাদারবোর্ড এর অতি গুরুত্বপূর্ণ একটা ডিভাইসের নাম হলো Ram. সচারাচর যেসব মাদারবোর্ড একটু উন্নত, সেগুলোতে মোট ২ টি করে Ram Solts লাগানো থাকে। যাতে করে পরবর্তী সময়ে Ram এর পরিমানটা বাড়িয়ে নেয়া যায়। 

IDE Connector – IDE এর পূর্ণরুপ হলো, ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক। কোনো একটি মাদারবোর্ডে থাকা অন্যান্য ইন্টিগ্রেটেড যন্ত্রাংশ গুলোকে একএে সংযুক্ত করাই হলো IDE Connector এর মূল কাজ। এই কানেক্টর টি সাধারনত ১৪ টি পিনের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। 

ATX Connector – কোনো একটি মাদারবোর্ডে থাকা গুরুত্বপূর্ণ একটি কানেক্টর এর নাম হলো, ATX Connector. যা মূলত SMPS থেকে যে কারেন্ট আসে, সেঠিকে মাদারবোর্ডে পৌঁছে দেয়ার কাজটি করে থাকে। 

AGP Connector – আমরা জানি, প্রতিটা কম্পিউটারে সাধারণ মানের Graphic Card ব্যবহার করা হয়। কিন্তুু সেগুলো দিয়ে আপনি তেমন কোন কাজ করতে পারবেন না। আর সেই কারনে দরকার হয় External Graphic Card এর। আর যখনি আপনি কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন৷ ঠিক তখনি প্রয়োজন হবে AGP Connector এর। 

PCI Slots – একটি মাদারবোর্ডে যখন এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করার দরকার হয়ে থাকে। তখন PCI Slots অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা, এই স্লটের মাধ্যমে বিভিন্ন এক্সটার্নাল ডিভাইসকে যুক্ত করা যায়। যেমন, গ্রাফিক্স কার্ড, অডিও কার্ড ইত্যাদি। 

CMOS Battery – সহজভাবে বলতে গেলে CMOS এর পূর্ণ নাম আছে, সেটি হলো Complementary Oxy Semiconductor.  আমরা কম্পিউটার এর মধ্যে যে Date & Time দেখতে পাই। এই সময় এবং তারিখ কে সঠিকভাবে ধরে রাখার জন্য CMOS Battery এর অবদান অতুলনীয়। 

IOIC – মাদারবোর্ডে থাকা অন্যান্য কম্পোনেন্ট গুলোর চেয়ে বেশ গুরুত্বপূর্ণ একটি Components হলো IOIC. কারন, আমরা যেমন প্রয়োজন অনুসারে কোনো কম্পিউটার কে অন/অফ করতে পারি। মূলত সেই কাজটি করার জন্য IOIC বিশেষ ভূমিকা পালন করে। 

তবে উপরের কম্পোনেন্ট গুলো ছাড়াও মাদারবোর্ডে আপনি আরো অনেক ধরনের Components দেখতে পারবেন৷ তবে আমি যদি একটি একটি করে বিস্তারিত আলোচনা করি। তাহলে এই লেখাটি অনেক বড় হয়ে যাবে। তবে যেগুলো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, উপরে শুধুমাত্র সেগুলো নিয়েই আলোচনা করেছি। 

মাদারবোর্ড এর বিভিন্ন পোর্ট 

মাদারবোর্ড এর বিভিন্ন পোর্ট

আপনি মাদারবোর্ড সম্পর্কে জানতে এসেছেন। অথচ Motherboard Port সম্পর্কে জানবেন না, সেটা সম্ভব নয় বরং এই বিষয়ে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। কেননা, এর মধ্যে থাকা বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য Port বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে। আর সে কারনেই এবার আপনাকে All Motherboard Port গুলোর সাথে পরিচয় করিয়ে দিবো। যেমনঃ 

  • Serial Port: যখন আপনার কাজের সুবিধার জন্য অতিরিক্ত কোনো মডেম বা মাউস ব্যবহার করতে চাইবেন। তখন আপনাকে এই Serial Port টি ব্যবহার করতে হবে। 
  • Parallel Port: আপনি হয়তবা স্ক্যানার বা প্রিন্টার দেখে থাকবেন। আর এই বড় বড় ডিভাইস গুলোকে কানেক্ট করার জন্য Parallel Port ব্যবহার করা হয়ে থাকে। 
  • VGA Port: আমরা সবাই জানি প্রতিটা কম্পিউটারে একটি করে মনিটর সংযোগ করা থাকে৷ আর পিসির সাথে মনিটরের সংযোগ স্থাপন করার জন্য ব্যবহার করা হয় VGA Port. 
  • Modem Port: যখন আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন। তখন আপনার Modem Port এর দরকার হবে। 
  • Power Connector: কোনো একটি কম্পিউটার ব্যবহার করার জন্য পাওয়ার (Current) এর দরকার হয়ে থাকে। আর পুরো একটি কম্পিউটারে পাওয়ার সাপ্লাই করার জন্য Power Connector এর প্রয়োজন হয়ে থাকে। 
  • Game Port: আপনি যদি গেম প্রিয় মানুষ হয়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই Game Port ব্যবহার করতে হবে। কারন, আপনার Game Console এবং Joystics কে সংযোগ দেয়ার জন্য গেম পোর্ট এর কোনো বিকল্প নেই। 
  • Sockets: এই ধরনের পোর্ট গুলো সচারাচর গোল আকৃতির হয়ে থাকে। আপনি যখন আপনার কম্পিউটারে হেডফোন/মাইক্রোফোন/স্পিকার ব্যবহার করবেন। তখন এই ধরনের Socket Port এর প্রয়োজন হবে।
  • USB Port: একটি কম্পিউটার কে সঠিকভাবে পরিচালনা করার জন্য অনেক গুলো ডিভাইস এর দরকার হয়ে থাকে। যেমন, মাউস, কিবোর্ড ইত্যাদি। তো এই ধরনের ডিভাইস গুলোকে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয় USB Port. 

একটি মাদারবোর্ড কে সঠিকভাবে পরিচালনা করার জন্য যেসব Port এর দরকার হয়ে থাকে। সেগুলো নিয়ে উপরে আলোচনা করা হয়েছে। আশা করি আলোচিত এই বিষয় গুলো সম্পর্কে আপনি পরিস্কার ধারনা পেয়ে গেছেন। 

মাদারবোর্ড তৈরি করার জনপ্রিয় কোম্পানির নাম

বর্তমান সময়ে এমন অনেক কোম্পানি আছে, যারা দীর্ঘদিন থেকে মাদারবোর্ড তৈরি করে আসছে। তবে এর মধ্যে কিছু কিছু কোম্পানি আছে, যারা আজকের দিনে মাদারবোর্ড তৈরিতে অন্যান্য কোম্পানি গুলোর থেকে শীর্ষে অবস্থান করে আছে। যেমনঃ

  • Gigabyte
  • AMD
  • ASUS
  • MSI
  • Intel
  • AOpen
  • Biostar
  • MSI
  • ABIT

তো আপনি যদি কখনও মাদারবোর্ড কিনতে যান। তাহলে অবশ্যই উপরে উল্লেখিত কোম্পানি থেকে তৈরি করা মাদারবোর্ড কেনার চেস্টা করবেন। তাহলে আপনি ত্রুটিবিহীন Motherboard ব্যবহার করার সুযোগ পাবেন৷ 

মাদারবোর্ড এর দাম কত? 

দেখুন, একটি মাদারবোর্ড কিনতে আপনার মোট কত টাকা খরচ করতে হবে। সেটি নির্ভর করবে আসলে আপনি কি ধরনের Motherboard কিনতে চান। কেননা, আপনি যদি High Configuration এর মাদারবোর্ড কিনতে চান। তাহলে অবশ্যই আপনাকে বেশি টাকা ব্যয় করতে হবে। আর লো কনফিগারেশন এর জন্য অল্প টাকা দিয়েই মাদারবোর্ড কিনতে পারবেন। কারন Quality এবং Configuration এর উপর নির্ভর করে একেকটি মাদারবোর্ড এর দাম ৩ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন আপনি আসলে কেমন কোয়ালিটি সম্পন্ন মাদারবোর্ড কিনতে চান। সেই কোয়ালিটির উপর দাম নির্ধারন করবে। 

Leave a Reply