সময়ের ধারাবাহিকতায় বিভিন্ন প্রযুক্তি পণ্যের উৎকর্ষ সাধন যেমন হয়েছে, তেমনি এ সমস্ত পণ্যের চাহিদাও এখন আকাশ ছোঁয়া। যেমন-হেডফোন। হেডফোন এখন যেকোন বয়স ও পেশার মানুষের দৈনন্দিন ব্যবহার্য আবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে একটি।
কেননা গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভাঁড়। তাছাড়া অবসর সময়ে মুভি দেখা কিংবা গেম খেলা তো থাকছেই। আর নিজের পছন্দের বিনোদনটিকে আরও উপভোগ্য করে তুলতে হেডফোনের প্রয়োজনীয়তা এখন কারো অজানা নয়।
শুধুমাত্র বিনোদন নয় বরং কিছু কিছু পেশাগত ক্ষেত্রেও (মিউজিক ইন্ডাস্ট্রি) হেডফোনের ব্যবহার আবশ্যক। এছাড়াও বাস, স্টেশন বা যেকোন ক্রাউড পরিস্থিতিতে নিজস্ব স্বস্তির জন্য অনেকেই হেডফোন ব্যবহার করে থাকেন। যার ফলে বর্তমান বাজারে হেডফোনের ব্যবসা রমরমা।
বিভিন্ন ইলেক্ট্রনিক কোম্পানিগুলো গ্রাহকের চাহিদার দিকে খেয়াল রেখে নিত্যনতুন ফিচার এবং বিভিন্ন দামের হেডফোন প্রতিনিয়ত মার্কেটে নিয়ে আসছেন এবং সেখান থেকে গ্রাহকগণ নিজের চাহিদা নির্ভর পণ্য খুঁজে নিচ্ছেন।
তবে এক্ষেত্রে গ্রাহকগণ প্রতিনিয়ত নানাবিধ প্রশ্নের সম্মুখীনও হচ্ছেন। এর মূল কারণ হলো আমাদের নিতান্ত স্বল্প প্রযুক্তিগত জ্ঞান। এর ফলে যখনই আমরা কোন হেডফোন ক্রয় করতে যাই তখন একটি অরিজিনাল হেডফোন কিনতে বা নিজের প্রয়োজন অনুসারে পারফেক্ট একটি প্রোডাক্ট ক্রয় করতে বিভ্রান্তিতে পরে যাই।
সম্মানিত পাঠক! তাই আমাদের আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি হেডফোন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ও তাদের উত্তর দিয়ে। তাহলে চলুন আর কথা বাড়িয়ে দেখে নেই কি কি রয়েছে আমাদের আজকের আর্টিকেলে।
গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার
কয়েকটি বাজেট হেডফোন
আর্টিকেলের এ পর্যায়ে থাকছে কয়েকটি বাজেট হেডফোন। হেডফোনগুলোর প্রতিটিই তাদের নিজ নিজ জায়গা থেকে বাজেটের মধ্যে বেশ ভালো হেডফোন। আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী এদের যেকোনটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ।
Beyerdynamic DT 770 Pro
প্রোফেশনালি স্টুডিওর কাজের জন্য যেমন- রেকর্ডিং বা মনিটরিং এর জন্য আদর্শ একটি হেডফোন হলো বেয়ারডায়নামিক কোম্পানির ডিটি ৭৭০ প্রো হেডফোনটি। অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং আকর্ষণীয় ডিজাইন হেডফোনটিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
এই ওভার-ইয়ার হেডফোনটি যেমন হালকা তেমনই আরামদায়ক। কোমল এবং নিয়ন্ত্রণযোগ্য ইয়ারক্রাপস গুলো হেডফোনটিকে করেছে দীর্ঘ সময় ব্যবহারযোগ্য। অসাধারণ এই হেডফোনটির মূল্য প্রায় ২৫,৮৫০৳
Plantronics BackBeat Go 600 Headphone
ব্যাকবিট গো ৬০০ মডেলের এই হেডফোনটি বাজেটের মধ্যে আমার পছন্দের সেরা একটি হেডফোন। দীর্ঘ ১৮ ঘন্টা ব্যাটারি লাইফ হেডফোনটিকে করেছে অনবদ্য।
এছাড়া হেডফোনটি অপারেট করা যেমন সহজ তেমনি ওজনে হালকা। অসাধারণ বাস মুড সাউন্ড সিস্টেম এবং নয়েজ আইসোলেটিং সিস্টেম হেডফোনটিকে করেছে অনন্য সাধারণ। হেডফোনটি বর্তমান মূল্য মাত্র ৪,১৭৪ ৳
JBL Tune 500 On-Ear Headphone
জেবিএল সারা বিশ্বে জনপ্রিয় একটি ইলেক্ট্রনিক ব্রান্ড যেটি সবসময় বাজেটের মধ্যে ভালো মানের হেডফোন উৎপাদন করার জন্য বিখ্যাত। টিউন ৫০০ অন-ইয়ার হেডফোনটি জেবিএল এর একটি অন্যতম মাইলফলক।
অসাধারণ ডিজাইন, সাউন্ড কোয়ালিটি এবং ম্যাটারিয়াল সম্পন্ন এই হেডফোনটি বাজেটের অন্যতম সেরা একটি হেডফোন। মাত্র ৬,৩৮০ টাকা মূল্যের এই বাজেটের মধ্যে সেরা একটি অন-ইয়ার হেডফোন
A4TECH Bloody G528C RGB Gaming Headphone
গেমিং হেডফোনগুলোর মধ্যে A4tech ব্রান্ডের Bloody G528C RGB গেমিং হেডফোনটি বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি হেডফোন। তারযুক্ত ও আকর্ষণীয় ডিজাইন সমৃদ্ধ এই হেডফোনটিতে রয়েছে ৭.১ ভার্চুয়াল সাউন্ড এবং ENC নয়েজ ক্যান্সেলিং। যার ফলে হেডফোন ব্যবহারের সময় বাহিরের কোন সাউন্ড আপনাকে বিরক্ত করবে না।
এছাড়াও এতে রয়েছে একটি auto-adjusting হেডব্যান্ড এবং 50mm স্পিকার ইউনিট। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি। হেডফোনটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩,২২৫ টাকা।
ASUS ROG Strix Go 2.4 Wireless Gaming Headsets
ASUS বরাবরের মতোই তাদের মানসম্মত প্রোডাক্টের কারণে সারা বিশ্বে সমাদৃত। আপনার বাজেট যদি কিছুটা বেশি হয় এবং আপনি যদি ভালো মানের একটি গেমিং হেডফোন খুঁজে থাকেন তো ROG Strix Go 2.4 wireless গেমিং হেডফোনটি আপনার জন্য। এই হেডফোনের প্রধান বৈশিষ্ট্য হলো এটি আপনি যেকোন গেমিং প্লাটফর্মে ব্যবহার করতে পারবেন। যেমন- Mobile, PC, Laptop, Mac, PlayStation 4 ইত্যাদি।
এছাড়াও মাত্র ১৬,০০০ টাকা দামের এই ওভার-ইয়ার হেডফোনটিতে আপনি পাবেন 40 mm ASUS এসেন্স ড্রাইভার এবং সাউন্ড ক্যান্সেলিং সিস্টেম। খুবই স্মুথ সাউন্ড এর সাথে এই হেডফোনটি আপনাকে দিবে অডিও শোনার বেস্ট এক্সপেরিয়েন্স। তাছাড়া এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই।
গ্রাফিক্স ডিজাইন শেখার কিছু সেরা সোর্স
Rapoo i150 Bluetooth TWS headset
আপনার বাজেট যদি আরও কিছুটা কম হয় এবং আপনি যদি ব্লুটুথ হেডফোন পছন্দ করেন তাহলে Rapoo i150 Bluetooth হেডফোনটি ট্রাই করে দেখতে পারেন। এতে রয়েছে Bluetooth V5.0 এবং ডুয়েল এয়ারবাস। বর্তমানে এই হেডফোনটির সর্বোচ্চ বাজার মূল্য প্রায় ২,৫৫০ টাকা ।