বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং কোম্পানী

একটি ওয়েবসাইট তৈরির প্রথম ও অন্যতম প্রধান একটি উপাদান হলো হোস্টিং, একে ওয়েবসাইটের প্রাণ বললেও ভুল হবে না। কেননা হোস্টিং হলো ওয়েবসাইটের এমন একটি নেটওয়ার্ক পরিষেবা যেটি ওয়েবসাইটের ডোমেইনকে সচল রাখে, সাইটের স্পীড ধরে রাখে এবং ওয়েবসাইটের সকল ফাইল জমা করে লাইভ রাখে। তাহলে বুঝতেই পারছেন  ওয়েবসাইটের জন্য হোস্টিং কতটা গুরুত্বপূর্ণ।

সুতরাং একটা ভালো মানের ওয়েবসাইট তৈরির জন্য ভালো মানের হোস্টিং এবং সেই সাথে মানসম্পন্ন ও দায়িত্বশীল হোস্টিং প্রোভাইডার অর্থ্যাৎ যেসব কোম্পানি হোস্টিং সেবা প্রদান করে থাকে, এরূপ কোম্পানি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এটি ঠিক যতখানি গুরুত্বপূর্ণ ঠিক ততখানি কষ্টসাধ্য কাজও বটে।

কেননা বর্তমান বাজারে এমন অসংখ্য হোস্টিং কোম্পানি রয়েছেন যারা প্রত্যেকেই কম মূল্যে উন্নতমানের হোস্টিং সার্ভিস প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে তেমনটি দেখা যায়না। ফলশ্রুতিতে যারা  নতুন, তারা শুরুর দিকেই ভালো মানের এবং সেই সঙ্গে বিশ্বস্ত একটি  হোস্টিং কোম্পানী নির্বাচনে হোঁচট খেয়ে যান এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। 

তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে আমি আলোচনা করব, “বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানী” নিয়ে। যেগুলোর মধ্যে যেকোন একটি থেকেই আপনি হোস্টিং ক্রয় করেন না কেন, ইনশাল্লাহ্ আপনাকে কখনো  তাদের হোস্টিং সেবা নিয়ে হতাশ হতে হবেনা। এঁদের প্রত্যেকেই আপনাকে তাদের বেস্ট সার্ভিসটি দিতে সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে চলুন এবার জেনে নেই, বাংলাদেশের সেরা দশটি হোস্টিং কোম্পানী সম্পর্কে।

IT Nut Hosting

IT Nut Hosting

সেরা দশ হোস্টিং কোম্পানীর এই তালিকার এক নাম্বারে জায়গা করে নিয়েছে IT Nut Hosting ২০১৪ সালে যাত্রা শুরু করা বাংলাদেশী এই হোস্টিং কোম্পানী, স্বল্পমূল্যে অনেক ভালো এবং উন্নতমানের ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রদান করার কারণে খুব অল্প সময়ের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

এছাড়াও আইটি নাট কর্তৃপক্ষ সর্বদা তাদের গ্রাহকের সহিত যেমন দায়িত্বশীল আচরণ করে থাকেন, তেমনি সর্বোচ্চ সেবা প্রদানে গ্রাহকের প্রতি তাঁরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আইটি নাট হোস্টিং প্রায় সবধরনের ডোমেইন, হোস্টিং সেবা প্রদান করে থাকে। যেমন- VPS হোস্টিং, ক্লাউড হোস্টিং, রিসেলার হোস্টিং , cPanel হোস্টিং , বিজনেস ইমেইল হোস্টিং ইত্যাদি। 

এছাড়া লিনাক্স, উইন্ডোজ এবং ডেডিকেটেড সার্ভার এর মত বড় মাপের সার্ভিসগুলোও IT Nut Hosting থেকে অনেক কম মূল্যে পাওয়া সম্ভব। পাশাপাশি গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে তাদের রয়েছে বিকাশ, পেপাল, স্কিল, ব্যাংক ডিপোজিট ও যেকোন ধরনের ডুয়েল কারেন্সি কার্ডের মত পেমেন্ট মেথডস। এছাড়া আইটি নাট হোস্টিং ২৪/৭ কাস্টোমার সাপোর্ট দিয়ে থাকে।

 গুরুত্বপূর্ণ সেবাসমূহ:

  • Domain Registration
  • Shared Hosting
  • cPanel Hosting
  • WordPress Hosting
  • VPS Hosting
  • Windows Hosting
  • RDP Service
  • Dedicated Server
  • Business Email

ExonHost

বর্তমানে বাংলাদেশের হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে অন্যতম সেরা একটি হোস্টিং কোম্পানী হলো ExonHost. দেশীয় কোম্পানীগুলোর মধ্যে এক্সনহোস্ট খুবই ভালো মানের একটি কোম্পানী যেটি সবসময় তার গ্রহাকদের সবথেকে সেরা সার্ভিস প্রদানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। যার সত্যতা কোম্পানীর বর্তমান গ্রাহক সংখ্যা (প্রায় ৫০০০+) এবং এর জনপ্রিয়তার দিকে তাকালেই বোঝা যাবে।

গুরুত্বপূর্ণ সেবাসমূহ: 

  • Premium Web Hosting
  • VPS Hosting
  • Reseller Hosting
  • Linux Shared Hosting
  • Windows Shared Hosting
  • Business Email Hosting
  • Domain Registration

Hosting Bangladesh

হোস্টিং বাংলাদেশ বর্তমানে সর্বাধিক জনপ্রিয় দেশীয় ডোমেইন ও হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে একটি। তুলনামূলক কম মূল্যে ভালো মানের সার্ভিস এবং গ্রাহকের প্রতি তাদের দায়িত্বশীলতার কারণে তাদের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ৬,৫০০ এর অধিক।

হোস্টিং বাংলাদেশ প্রয়োজনীয় প্রায় সবধরনের ডোমেইন ও হোস্টিং সেবা এবং সেই সঙ্গে ফ্রি  SSL সার্টিফিকেট সুবিধা প্রদান করে থাকে। এছাড়া হোস্টিং বাংলাদেশের রয়েছে 24/7 hours কাস্টমার সাপোর্ট।

উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • Premium Web Hosting
  • VPS Hosting
  • Reseller Hosting
  • Linux Shared Hosting
  • Windows Shared Hosting
  • Business Email Hosting
  • Domain Registration

XeonBD

জিয়নবিডি বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি হোস্টিং কোম্পানী। দক্ষ জনবল, উচ্চমানের হোস্টিং সার্ভার এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের কারণে জিয়নবিডি , দেশ ও দেশের বাহিরে অনেক বড় বড় প্রতিষ্ঠানকে তাদের সার্ভিস প্রদানের মর্যাদা অর্জন করছে। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, প্রাণ, আরএফএল, আমেরিকান এক্সপ্রেস সহ আরো অনেক প্রতিষ্ঠান বা কোম্পানী তাদের সেবা গ্রহণ করছে।

জিয়নবিডির রয়েছে অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন লিনাক্স ও উইন্ডোজসহ প্রায় সবধরনের ডোমেইন ও হোস্টিং সুবিধা। এছাড়াও জিয়নবিডি অনেক স্বল্প মূল্যে ওয়ার্ড প্রেস হোস্টিং সার্ভিস এবং ডেডিকেটেড সার্ভার সেবা সরবরাহ করে থাকে।

উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • Shared Hosting 
  • Reseller Hosting
  • Linux Server
  • Windows Server
  • Dedicated Server
  • VPS Hosting
  • Web Hosting
  • BDIX Server

Web Host BD

ওয়েবহোস্ট বিডি বর্তমান বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য গ্রাহকপ্রিয় ওয়েব হোস্টিং কোম্পানী। ২০১২ সালে যাত্রা শুরু করা এই কোম্পানীটি অতি অল্প সময়ের মধ্যেই মার্কেটে বেশ সারা ফেলেছে। অসাধারণ এবং মূল্যবান কাস্টমার কেয়ারের কারণে ওয়েবহোস্ট বিডি সারা বাংলাদেশ জুড়ে অনেক সুনাম ও সুখ্যাতির সঙ্গে কাজ করে চলেছে।

ওয়েবহোস্ট বিডি সর্বদা তাদের গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করেন। ফলস্বরূপ সার্ভিস সংক্রান্ত যেকোন প্রকারের সমস্যা তাঁরা অনেক দ্রুত সময়ের মাঝে সমাধান করে থাকেন। স্বল্প মূল্যে শেয়ার্ড হোস্টিং , রিসেলার হোস্টিং , ভিপিএস হোস্টিং সহ আরও অনেক প্রয়োজনীয় হোস্টিং সেবা প্রদানে ওয়েবহোস্ট বিডি কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট।

উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • Reseller Hosting
  • VPS Hosting
  • Shared Hosting
  • Dedicated Server

HostMight

হোস্টমাইট বাংলাদেশের শীর্ষ স্থানীয় ডোমেইন ও হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে একটি। ২০১০ সালে যাত্রা শুরু করা এই হোস্টিং  কোম্পানী অত্যন্ত দক্ষতা , সুনাম ও সফলতার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছে। 

হোস্টমাইট তার সূচনালগ্ন থেকেই দক্ষ জনবল এবং অপারেটর এর সাহায্যে খুব ভালো মানের সার্ভিস দিয়ে আসছে বলে তাদের গ্রাহকদের নিকট থেকে জানা যায়। হোস্টমাইট কর্তৃপক্ষ সবসময়ই অনেক কম মূল্যে ভালো ভালো প্যাকেজ বাজারে নিয়ে আসার চেষ্টা করেন। কোম্পািনীটি রিসেলার এবং শেয়ার্ড হোস্টিং এর পাশাপাশি ম্যানেজড VPS হোস্টিং সেবা অত্যন্ত সুনামের সাথে প্রদান করে আসছে।

উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • Reseller Hosting
  • VPS Hosting
  • Shared Hosting
  • Dedicated Server

Dhaka Web Host

Diana Host

আজকের লিস্টে থাকা হোস্টিং কোম্পানীগুলোর মাঝে অপেক্ষাকৃত নতুন এবং ক্রমবর্ধমান একটি কোম্পানী হলো ঢাকা ওয়েব হোস্ট। ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করা এই কোম্পানী ধীরে ধীরে বেশ সফলতার সাথে এগিয়ে চলছে। 

ভালো মানের সার্ভিস এবং কাস্টমার কেয়ারের করণে গ্রাহকদের নিকট থেকে অনেক ভালো ভালো রেসপন্স পেয়ে চলেছে ঢাকা ওয়েব হোস্ট। এই কোম্পানী থেকে আপনি পাবেন 24/7 hours কাস্টমার কেয়ার সার্ভিস এবং ৩০ দিন পর্যন্ত মানিব্যাক সুবিধা। কোম্পানীটি বর্তমানে শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, এবং ভিপিএস হোস্টিং সহ ডেডিকেটেড সার্ভার সেবা প্রদান করে থাকে। তবে অপেক্ষাকৃত নবীন হওয়ায় কোম্পানীটি এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস এবং ক্লাউড হোস্টিং সেবা চালু করতে পারেনি।

গুরুত্বপূর্ণ সেবাসমূহ:

  • Dedicated Server
  • Reseller Hosting
  • Shared Hosting
  • VPS Hosting

EBN Host

Ebnhost বাংলাদেশের আরেকটি ক্রমবর্ধমান এবং জনপ্রিয় একটি হোস্টিং কোম্পানি। অন্যান্য কোম্পানীগুলোর সঙ্গে প্রতিযোগিতা মূলক মনোভাব নিয়ে তারা অনেক সফলতার সঙ্গেই এগিয়ে চলছে। ফলস্বরূপ বর্তমানে তাদের গ্রাহক সংখ্যাও প্রচুর। 

আর এর মূল কারণটি হলো ebnhost কর্তৃপক্ষ সবসময় বিগিনারদের জন্য সহযোগিতা মূলক আচরণ প্রদর্শন করেন। পাশাপাশি তাদের রয়েছে অনেক অ্যাডভান্সড প্যাকেজসমূহ। যার ফলে বিগিনার কিংবা ওলডার সবার জন্যই ebnhost বেস্ট চয়েজ হতে পারে।

উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • Linux Shared Hosting 
  • Windows Shared Hosting
  • BDIX Shared Hosting
  •  WordPress Hosting 
  • Dedicated Server
  • VPS Hosting
  • Cloud Hosting
  • Reseller Hosting

MyLightHost

মাই লাইট হোস্ট- এককথায় বলতে গেলে বাংলাদেশী হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে অনন্য ও অসাধারণ একটি হোস্টিং কোম্পানী। অনন্য কেন বলছি তা আপনি নিজেই জেনে যাবেন যদি আপনি তাদের অতুলনীয় গ্রাহক সেবা এবং অসাধারণ সব কাজের ধরণগুলো দেখেন।

মাই লাইট হোস্টের রয়েছে নিজস্ব কিছু কাজের ধারা। তাদের মূল পাঁচটি ক্যাটাগরিতে ( Web Hosting, Cloud, Reseller, Dedicated and VPS) রয়েছে সুলভ মূল্যে আকর্ষণীয় সব প্যাকেজ। কেবল হোস্টিং সার্ভিস নয়, মাই লাইট হোস্ট কোম্পানী আপনাকে দিবে অনেক কম খরচে প্রয়োজনীয় সব ডোমেইন সার্ভিস। 

গুরুত্বপূর্ণ সেবাসমূহ: 

  • Dedicated Server
  • VPS Hosting
  • Reseller Hosting
  • Shared Hosting
  • WordPress Hosting

Diana Host

তালিকায় সর্বশেষ হলেও বিগিনারদের জন্য সবথেকে বেটার হোস্টিং কোম্পানী হলো ডায়ানা হোস্ট। যদি আপনার বাজেট তুলনামূলক কম এবং কম মূল্যে ভালো ডোমেইন ও হোস্টিং সার্ভিস পেতে চান তবে ডায়ানা হোস্ট হবে আপনার জন্য বেটার অপশন। 

Diana Host খুবই সুলভ মূল্যে ডোমেইন রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ওয়েব হোস্টিং , শেয়ার্ড হোস্টিং এবং রিসেলার হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। এছাড়াও এই হোস্টিং কোম্পানীটি থেকে  dedicated সার্ভার এবং বিভিন্ন প্রিমিয়াম হোস্টিং সার্ভিস গ্রহণ করা যায়। ডায়ানা হোস্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ, সততা এবং কাজের অসাধারণ গতিময়তা , যেকোন সময় গ্রাহকের যেকোন সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করে।

উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • Dedicated Server
  • Web Hosting
  • Premium Web Hosting
  • Cheap Shared Hosting
  • Reseller Hosting
  • VPS Hosting
  • Domain Registration

Leave a Reply