ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসগুলোর সহজ লভ্যতা ও স্বল্পমূল্যের কারণে স্মার্টফোন এখন প্রায় সবার হাতে হাতে। তাই বিনোদনের অন্যতম একটি সেরা মাধ্যম হতে চলেছে মোবাইল ফোন।
অবসর সময়ে মোবাইলে গেম খেলা ছোট থেকে বড় কিংবা বড় থেকে বয়স্ক প্রায় সবারই খুব পছন্দের একটি বিষয়। তাই যারা মোটামুটি রেগুলার গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু প্রায়শই বিভিন্ন আপডেটেড গেমগুলো খুঁজে থাকেন এবং খেলতে পছন্দ করেন। কিন্তু সঠিক তথ্য ও জ্ঞান এর অভাবে অনেকেই এই গেমগুলো ইন্টারনেটে খুঁজে পাননা।
তাই বন্ধুরা! আজকের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন দশটি গেমস সম্পর্কে যেগুলো ২০২১ সালে আপডেট হওয়া এবং এদের প্রতিটি গেম আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই। আর যেহেতু মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাই এখানে প্রতিটি গেমই হবে অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যায় এরকম গেমস।
PUBG- Mobile Version
যদি বলা হয় বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেম কোনটি, তাহলে অবশ্যই সেটির উত্তর হবে PUBG গেম। পাবজির পিসি এবং মোবাইল উভয় ভার্সন রয়েছে। তবে মোবাইল ভার্সন বের হওয়ার পর থেকে এটি অন্যতম সেরা ফ্রি মাল্টিপ্লেয়ার গেমস হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে।
এমনিতে অনেকেই মনে করেন মাল্টিপ্লেয়ার গোমসগুলোর মোবাইল ভার্সন তেমন ভালো হয়না। কিন্তু পাবজির মোবাইল ভার্সন পিসি ভার্সন থেকে কিছুটা আলাদা হলেও বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বিনোদনের জন্য মোবাইল গেম হিসেবে পাবজি তুলনাহীন।
তাছাড়া পাবজির মোবাইল ভার্সন গেমটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে সহজেই ডাউনলোড করে নেয়া যায়। তবে এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 4.3 বা এর চেয়ে আপডেটেড ভার্সন লাগবে।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.tencent.ig.
Eturnium
RPG ব্যাটেল গেমগুলোর মধ্যে Eternium একটি অন্যতম সেরা অফলাই গেম। অর্থাৎ এই অ্যাকশন গেমটি কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে খেলতে পারবেন।
অনেকেই মনে করে থাকেন RPG Action Games গুলো অনলাইন ছাড়া ভালো খেলা যায়না। কিন্তু Enturnium গেমটি নিঃসেন্দহে আপনার এসব ধারণা ভেঙে দিবে যদি একবার এই গেমটি খেলে দেখেন। গেমটি রয়েছে অসাধারণ সব গেমিং ফিচারস (Fitures)। চমকপ্রদ স্টোরি লাইন ছাড়াও এখানে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, শত্রুদের মারতে পারবেন, বিভিন্ন ম্যাজিক স্কিক ব্যবহার করতে পারবেন এবং লুট করার জন্য অনেক সামগ্রী পাবেন।
আপনি যত লেভেল অতিক্রম করবেন গেমটির প্রতি আপনার আকর্ষণ ততই বৃদ্ধি পাবে। কেননা গেমটি মোটেই অর্ডিনারি কোনো গেম নয়। সো যারা অফলাইনে অ্যাকশন গেমের অনলাইন স্বাদ উপভোগ করতে চান তারা এক্ষুনি গুগল প্লে স্টোর থেকে গেমটি ফ্রি ডাউনলোড করে খেলে দেখতে পারেন।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.makingfun.mageandminions .
Asphalt 9: Legends
মোবাইলে যারা গেম খেলতে পছন্দ করেন এবং Car Racing গেমস এর প্রতি আলাদা আকর্ষণ অ্যাসফালেট ফ্রাঞ্চইজির গেমগুলোর সঙ্গে তারা নিশ্চয়ই ইতিমধ্যে বেশ পরিচিত। অ্যাসফালেট ৯: লিজেন্ডস ভার্সন এই সিরিজের সর্বশেষ গেম।
এই রেসিং গেমটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক ভিজুয়াল ইফেক্ট, গ্রাফিক্স, কন্ট্রোল এবং একাধিক কাস্টমাইজেশন অপশন। যেগুলো এই গেমটিকে এই সিরিজের অন্যান্য গেমগুলোর থেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তাছাড়া এই গেমটিতে Lamborghini, BMW, Ferrari, Porsche, ইত্যাদির মত সেরা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একাধিক গাড়িসহ বিশ্বের সেরা ৫০টি কোম্পানির গাড়ি ব্যবহার করা হয়েছে।
এই গেমটি খেলতে অ্যান্ড্রয়েড 4.3 বা এর চেয়ে আপডেটেড ভার্সন প্রয়োজন। Asphalt 9: Legends গেমটি গুগল প্লে স্টোরে সার্চ দিতেই পেয়ে যাবেন এবং ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোডের লিংক https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA9HM .
The Room: Old Sins
যারা মূলত পাজেল গেম পছন্দ করেন, তাদের জন্য The Room: Old Sins Series একটি অসাধারণ পাজেল গেম। এই গেমটি অনলাইন এবং অফলাইন উভয় পর্যায়েই খেলা যায়।
এই পাজেল গেমটিতে সংযুক্ত করা হয়েছে উন্নতমানের গ্রাফিক্স, মজাদার পাজেল ও স্টোরি লাইন। যদিও গেমটির প্রথমদিকের লেভেলগুলো তুলনামূলক Short তবে পরের লেভেলগুলো বেশ বড় এবং কঠিন। বিশেষ করে ডলহাউজের গেমগুলো। যেগুলো আপনাকে গেমের প্রতি আকৃষ্ট করবে এবং শেষ লেভেল পর্যন্ত টেনে নিয়ে যাবে।
এই গেমের অ্যান্ড্রয়েড মোবাইল ভার্সনটি Google Play Store থেকে ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন। তবে এটি একটি পেইড গেম। যে কারণে এটি ডাউনলোড করতে $0.99-$4.99 পর্যন্ত খরচ হতে পারে।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.FireproofStudios.TheRoom4 .
Call of Duty- Mobile Version
অ্যান্ড্রয়েডের লেটেস্ট মাল্টিপ্লেয়ার গেমগুলোর মধ্যে কল অব ডিউটি মোবাইল গেমসটি অন্যতম জনপ্রিয় একটি গেম। ২০১৯ সালের অক্টোবরে গেমটির মোবাইল ভার্সন মুক্তি পাওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে।
গেমটিতে রয়েছে উন্নতমানের গ্রাফিক্স এবং চমকপ্রদ স্টোরি। তাই যারা যুদ্ধভিত্তিক ফার্স্ট পার্সন শুটার গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই গেমটি হতে পারে বেস্ট চয়েস। বর্তমানে এই গেমের পিসি এবং মোবাইল উভয় ভার্সন গুগল প্লে স্টোরে রয়েছে। এটি ডাউনলোডের জন্য প্রয়োজন হবে একটি ন্যূনতম অ্যান্ড্রয়েড 4.3 ভার্সনের মোবাইল।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.activision.callofduty.shooter .
Pokemon Go
অগমেন্টেড রিয়ালিটি( Augmented Reality) ভিত্তিক মোবাইল গেমস হিসেবে Pokemon Go একটি অসাধারণ ফ্রি অ্যান্ড্রয়েড গেম। পোকেমন গো গেমটি জার্মানির অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন (Animation) পোকেমনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
অবসর সময়ে অফলাইনে বসে খেলার জন্য এই গেমটি প্রায় সবার নিকট ভীষণ জনপ্রিয়। এই খেলার সময় গেমটির গেমারকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পোকেমন খুঁজে বের করতে হয়। যেটি খুবই মজাদার এবং একজন গেমারকে সহজেই আনন্দ দান করতে পারে।
সুতারং এখনই আপনার মোবাইলে ফ্রি গেমটি ডাউনলোড করে নিতে পারেন এবং অবসর সময় উপভোগ করতে পারেন One Of The Best Mobile Games দিয়ে।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo&hl=en&gl=US.
Crossy Road
এ পর্যায়ে আমি কথা বলব Crossy Road গেমটি নিয়ে। এই গেমটি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অন্যতম সেরা ও জনপ্রিয় অফলাইন গেমগুলোর মধ্যে উল্লেখযোগ্য। অফলাইনের পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও গেমটি খেলা যায়।
অবসর সময়ে এই গেমটি খেলে দেখতে পারেন। সুন্দর সাজানো গোছানো ইন্টারফেস এবং স্টোরি যে কাউকে সহজেই আকৃষ্ট করবে। গেমটিতে রয়েছে 150 টির উপরে ক্যারেক্টার। যেগুলো ধারাবাহিকভাবে ম্যাচ খেলে অর্জন করা যায়। তাছাড়া এই Crossy Road গেমটিতে রয়েছে মাল্টিপ্লেয়ার সিস্টেম। যার মাধ্যমে অনলাইন বন্ধুদের সাথে শেয়ার করে গেমটি খেলতে পারবেন।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.yodo1.crossyroad .
MaskGun: FPS multiplayer
MaskGun একটি অনলাইন PvP/ FPS ভিত্তিক মাল্টিপ্লেয়ার গেম। মোবাইলে যারা অনলাইনে অ্যাকশন গেমগুলো খেলতে পছন্দ করেন তাদের জন্য মাস্কগান অসাধারণ একটি গেম হতে পারে।
প্রথমে এই গেমটি খেলার জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর এই গেমটি আপনার বন্ধুদের সাথে মিলে উপভোগ করতে পারবেন। এই গেমটি খেলতে হলে আপনার নিজের একটি টিম থাকতে হবে। বন্ধুদের সাথে নিয়ে একটি টিম গঠন করে অন্যান্য টিমগুলোর সাথে ফাইট করতে হবে। প্রতিটি ম্যাচ জেতার পর আপনাকে কিছু টাকা দেয়া হবে। যেগুলো দিয়ে আপনি নতুন এবং আপডেটেড Guns Equipment, Explosives, Cloths ইত্যাদি কিনে নিতে পারবেন।
প্রতিটি লেভেল অতিক্রম করার পর নতুন লেভেলগুলোতে খেলে আপনি আরও অধিক মজা পাবেন। MaskGun গেমটি বন্ধুদের সাথে অবসর সময় কাটানোর জন্য অন্যতম সেরা একটি অপশন। গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে বন্ধুদের নিয়ে টিম তৈরি করে অনলাইন মাল্টিপ্লেয়ার হিসেবে খেলে দেখতে পারেন। গেমটি খেলার পর আপনি অবশ্যই হতাশ হবেন না।
ডাউনলোড লিংক
https://play.google.com/store/apps/details?id=com.junesoftware.maskgun&hl=en&gl=US .
AnimA RPG (Action RPG 2021)
RPG ক্যাটাগরির গেমসগুলোর মধ্যে AnimA RPG গেমটি বেশ জনপ্রিয় এবং খুবই ভালো একটি গেম। অফলাইনে একজন সিঙ্গেল প্লেয়ার হিসেবে এই গেমটি আপনি অনায়াসে খেলতে পারবেন।
AnimA RPG ক্যাটাগরির এই গেমটিতে রয়েছে অসম্ভব রকমের ভালো কিছু ফিচারস। যেগুলো আপনাকে গেমটির ব্যপারে উৎসাহিত করবে। এতে রয়েছে অসাধারণ একটি স্টোরি, সাউন্ড ট্র্যাক, উন্নত মানের গ্রাফিক্স সহ আরও অনেক কিছু। তাছাড়া এই গেমটিতে রয়েছে 40+ লেভেল এবং 10+ সিক্রেট ইউনিক লেভেলস।
সুতরাং অবসর সময়ে এই গেমটি অবশ্যই খেলে দেখতে পারেন। গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে এই গেমটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
https://play.google.com/store/apps/details?id=com.ExiliumGames.Anima&hl=en&gl=US .
Alto’s Odyssey
Alto’s Odyssey গেমটি বর্তমানে অফলাইন মোবাইল গেম হিসেবে বেশ জনপ্রিয়তা এবং সুনাম অর্জন করেছে। ইনফিনিটি রানার গেমগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে বিভিন্ন কৌশলে গেমারকে দৌড়াতে হয় এবং কয়েন জমাতে হয়।
গেমটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সব গ্রাফিক্স যা আপনাকে সহজেই আকৃষ্ট করবে। তাছাড়া এই গেমটি সম্পূর্ণ ফ্রি একটি গেম। গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।
ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.noodlecake.altosodyssey&hl=en_US .
এই ছিলো নতুন গেম ডাউনলোড এবং মোবাইল গেমস সম্পর্কে আমার আজকের লেখা। আশা করি আপনাদের লেখাটি ভালো লেগেছে। আর প্রতিটি গেমের সাথে আমি গুগল প্লে স্টোর থেকে এর ডাউনলোড লিংক যুক্ত করেছি। তাই গেমগুলো ডাউনলোড করে খেলে দেখতে পারেন। আশা করি প্রতিটি গেমই আপনাদের ভালো লাগবে।