উইন্ডোজ কম্পিউটার ইউজ করে ভাইরাসে সমস্যায় পরেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। শর্টকাট, স্পাইওয়্যার, ম্যালওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান ইত্যাদি ভাইরাস হরহামেশাই ঝামেলা বাঁধায় এদের মধ্যে র্যানসমওয়্যার ভাইরাস বর্তমান কম্পিউটার ইউজারের কাছে একটি আতংকের নাম।
সাধারণত সিকিউরিটি দুর্বলতার কারনে আমাদের কম্পিউটার এসব ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এছারাও আমাদের ভুলভাবে ইন্টারনেট ইউজ করার জন্য ভাইরাসের সমস্যায় পরতে হয়। সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে ঝামেলাহীন ভাবে কম্পিউটার ইউজ করতে সিস্টেমে শক্ত সিকিউরিটি ব্যবহার করা উচিৎ। এদিক থেকে তারা বিভিন্ন সিকিউরিটি সফটওয়্যার তথা এন্টিভাইরাস ইউজ করার পরামর্শ দেয়। আমাদের আজকের লেখায় আমরা সেরা ৫ টি ফ্রী এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে জানবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস (Avast Free Antivirus)
অ্যাভাস্ট একটি অতি পরিচিত এন্টিভাইরাস এরা ফ্রী তে অনেক প্রিমিয়াম ফিচার দিয়ে থাকে। সিকিউরিটি এক্সপার্টদের মতে অ্যাভাস্ট একটি উন্নতমানের শক্তিশালী এন্টিভাইরাস। জনপ্রিয়তা দিয়ে অ্যাভাস্ট ইতিমধ্যে অন্যান্য এন্টিভাইরাসকে পিছনে ফেলে দিয়েছে।
এন্টিভাইরাস জগতে অ্যাভাস্ট ফ্রী হিসেবে বেস্ট। কারন এরা প্রায় প্রিমিয়াম ভার্সনের সকল ফিচার ফ্রী ভার্সনে দিয়ে দিয়েছে। সেফজোন, ফায়ারওয়াল এবং এন্টি স্প্যাম ছাড়া আর সকল ফিচার ফ্রীতে ব্যবহার করা যায়। এদের ইন্টারফেস আপনার ততোটা পছন্দ না হতে পারে কিন্তু পারফরমান্সের দিক দিয়ে অ্যাভাস্ট বেস্ট।
অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস ফিচার
- ফ্রী এন্টিভাইরাস
- নেটওয়ার্ক সিকিউরিটি ইন্সপেক্টর
- পাসওয়ার্ড ম্যানেজার
- ইউয়ারএল প্রোটেকশন
- প্রাইভেসি সেটিংস্
- রিয়েল টাইম প্রোটেকশন
- বেস্ট ভাইরাস প্রোটেকশন
- স্যান্ডবক্স
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট
- উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ২ থেকে বর্তমান উইন্ডোজ ১০ ভার্শন
- ১ জিবি র্যাম থেকে উপরে
- মিনিমান হার্ডডিস্ক এ ২ জিবি ফ্রী স্পেস থাকতে হবে
- ১ গিগাহার্জ থেকে বর্তমান যে কোন প্রসেসর
অ্যাভিরা ফ্রি এন্টিভাইরাস (Avaira Free Antivirus)
অ্যাভিরা সিকিউরিটি ল্যাব টেস্টিং এ ভালো একটি স্কোর ধরে রেখেছে। পূর্বে অ্যাভিরা এন্টিভাইরাস এবং সিকিউরিটি স্যুইট এই দুই ভাগে বিভক্ত ছিল। দুই ভার্সন করার কারন ছিল আলাদা আলাদা সার্ভিস এবং ফিচার দেওয়া। কিন্তু বর্তমানে তারা দুই ভার্সন এক করে অ্যাভিরা ফ্রি সিকিউরিটি নামে স্বতন্ত্র এন্টিভাইরাস রিলিজ করেছে।
অ্যাভিরা একটি এন্টিভাইরাস হলেও এর মধ্যে কিছু রিচ ফিচার কম আছে। এটি সাধারণত ফ্রী হিসেবে যথেষ্ট ভালো সাপোর্ট দেয়। অ্যাভিরা ইন্সটল করলে আপনি ফ্রী ভিপিএন, অ্যাড ব্লকার, এবং পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল ফ্রীতে পাবেন।
তবে এর কিছু লিমিটেশন আছে। অন্যান্য সিকিউরিটি স্যুইটে আপনি অনেকগুলো কমন ফিচার পাবেন যা অ্যাভিরা প্রোভাইড করে না। এদের মধ্যে ফায়ারওয়াল, প্রোটেকশন, ব্যাকআপ, স্প্যাম ফিল্টার ইত্যাদি অ্যাভিরা সাপোর্ট করে না।
ক্লাউড স্ক্যান না থাকায় এটি অনেক বেশি সিপিইউ ইউজ করে, যার ফলে অন্য ডিমান্ড স্ক্যান কম্পিউটার স্লো করে দেয়। অ্যাভিরার ম্যাক্সিমাম ফিচার পেইড এবং এটি মাঝে মাঝে ভ্যালিড ফাইল কে ম্যালওয়্যার হিসেবে ধরে ফেলে।
অ্যাভিরার ফিচারসুমহ
- ফ্রী এন্টিভাইরাস
- ফ্রী ভিপিএন
- পাসওয়ার্ড ম্যানেজার
- নতুন এবং আকর্ষণীয় ইন্টারফেস
- গেম বুস্টার
- সেফ শপিং ব্রাউজার এক্সটেনশন
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট
- উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ১ থেকে বর্তমান উইন্ডোজ ১০ ভার্শন
- ২ জিবি র্যাম থেকে উপরে
- মিনিমান হার্ডডিস্ক এ ২ জিবি ফ্রী স্পেস থাকতে হবে
- ইন্টেল পেন্টিয়াম ৪ এবং এএমডি আটলন ৬৪ থেকে বর্তমান যেকোনো প্রসেসর
বিট ডিফেন্ডার ফ্রি এন্টিভাইরাস (Bitdefender Free Antivirus)
বিট ডিফেন্ডার একটি শক্তিশালী ম্যালওয়্যার কিলার এটি খুব সাধারণ ইন্টারফেস সমৃদ্ধ একটি এন্টিভাইরাস। এতে কোন কঠিন বা যত্রতত্র অপশন নেই যা দেখতে খারাপ লাগে। এটি ম্যালওয়্যার ডিটেক্ট এবং রিমুভ করে অটোমেটিক ভাবে।
এর ফ্রী ভার্সনে তেমন কোন ফিচার নেই। বিট ডিফেন্ডারে কোন কুইক স্ক্যান অপশন নেই। আপনি কোন স্ক্যান সিডিউল করে রাখতে পারবেন না। এতে কোন ইমেইল স্ক্যান এবং পারফরমেন্স স্ক্যান নেই। আপনি যদি ফ্রী তে একটি পারফেক্ট এন্টিভাইরাস ইউজ করতে চান তাহলে বিট ডিফেন্ডার আপনার জন্য না। কিন্তু শক্তিশালী ম্যালওয়্যার রিমুভ করার জন্য ফ্রীতে এর থেকে ভালো কোন টুল পাবেন না।
বিট ডিফেন্ডারের ফ্রী এডিশনে আপনি ওয়েব ফিল্টার পাবেন যা মেলিসিয়াস ওয়েবসাইট ব্লক করে দেয়। এতে আপনার কম্পিউটার ম্যালওয়্যার থেকে দূরে থাকে। সবদিক বিবেচনা করলে বিট ডিফেন্ডারকে এন্টিভাইরাস না বলে ম্যালওয়্যার টুল বলা উচিত।
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট
- উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ১ থেকে বর্তমান উইন্ডোজ ১০ ভার্শন
- ২জিবি র্যাম থেকে উপরে
- মিনিমান হার্ডডিস্ক এ ২.৫ জিবি ফ্রী স্পেস থাকতে হবে
- ইন্টেল পেন্টিয়াম থেকে বর্তমান যে কোন প্রসেসর
পান্ডা ফ্রী এন্টিভাইরাস (Panda Free Antivirus)
পান্ডা একটি লাইটওয়েট ফ্রী এন্টিভাইরাস সফটওয়্যার। উইন্ডোজ সিস্টেমের জন্য পান্ডা একটি উপযুক্ত এন্টিভাইরাস। এটি একটি কমপ্লিট এন্টিভাইরাস যা আপনাকে অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, র্যানসমওয়্যার থেকে সুরক্ষা দেবে।
পান্ডা রিয়েল টাইমে উইন্ডোজ ডিফেন্ডারের থেকে বেশি ভালো সার্ভিস প্রদান করে। পান্ডার একটি ফিচার অনেক উচ্চমানের সার্ভিস প্রদান করে। ফিচারটির নাম রেসকিউ কিট যা পেনড্রাইভ থেকে এন্টিভাইরাস ইউজ করার সুবিধা দেয়।
ভিপিএন সার্ভিস যদিও অন্যান্য এন্টিভাইরাসের মত না কিন্তু তারপরেও ফ্রী হিসেবে ভালো সার্ভিস পাওয়া যায়। এর রেজাল্ট শো করা নিয়ে সমস্যা আছে এবং র্যানসমওয়্যার প্রোটেকশন সঠিক ভাবে দিতে পারেনা। কিন্তু সব মিলিয়ে পান্ডা একটি উন্নতমানের এন্টিভাইরাস।
পান্ডা এন্টিভাইরাস ফিচারস
- ফ্রী এক সার্ভারের ভিপিএন
- রেসকিউ কিট ফিচার
- লাইটওয়েট এন্টিভাইরাস
- বেস্ট ল্যাব টেস্ট রেজাল্ট
- ফুল স্ক্যান সহ শিডিউল স্ক্যান
- ম্যালওয়্যার প্রোটেকশন
- শপিং ট্র্যাকার
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট
- উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ১ থেকে বর্তমান উইন্ডোজ ১০ ভার্শন
- ১২৮ এমবি র্যাম থেকে উপরে
- মিনিমান হার্ডডিস্ক এ ২০০ এমবি ফ্রী স্পেস থাকতে হবে
- ইন্টেল পেন্টিয়াম থেকে বর্তমান যেকোনো প্রসেসর
ক্যাস্পারস্কি ফ্রি এন্টিভাইরাস (Kaspersky Free Antivirus)
ক্যাস্পারস্কি অনেক পপুলার একটি এন্টিভাইরাস। সিকিউরিটি এর দিক থেকে ক্যাস্পারস্কি মোটামুটি ভালো মানের। এর পেইড ভার্সন অনেক ফিচার দিয়ে পরিপূর্ণ কিন্তু সেই দিক থেকে ফ্রী ভার্সন অত বেশি সাপোর্ট দেয়না।
ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত
তারপরেও ক্যাস্পারস্কি মার্কেটে অনেক ভালো অবস্থানে আছে। পার্সোনাল ইউজের জন্য এর ইন্টারফেস খুব সাধারণ। ভাইরাস প্রোটেকশনের দিক দিয়ে এর ভাইরাস ডাটাবেস অনেক বড়। যত বড় ডাটাবেস তত বেশি ভাইরাস ডিটেক্ট করার ক্ষমতা রাখে।
ক্যাস্পারস্কি একই সাথে ভিপিএন, পাসওয়ার্ড ম্যানেজার, সিস্টেম ক্লিনাপ, ভার্চুয়াল কীবোর্ড সহ ডাটা ব্রিচ মনিটরিং সুবিধা দিয়ে থাকে।
ক্যাস্পারস্কি ফ্রি এন্টিভাইরাস ফিচার
- ফ্রী ভিপিএন
- পাসওয়ার্ড ম্যানেজার
- ডাটা ব্রিচ মনিটরিং
- সিস্টেম ক্লিনাপ
- ভাইরাস প্রোটেকশন
- রিয়েল টাইম প্রোটেকশন
- ফুল অ্যান্ড কাস্টম স্ক্যান
- ভার্চুয়াল কীবোর্ড
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট
- উইন্ডোজ ৭ সার্ভিস প্যাক ১ থেকে বর্তমান উইন্ডোজ ১০ ভার্শন
- ২ জিবি র্যাম থেকে উপরে
- মিনিমান হার্ডডিস্ক এ ১৫০০ এমবি ফ্রী স্পেস থাকতে হবে
- ১ গিগাহার্জ থেকে বর্তমান যে কোন প্রসেসর
মার্কেটে অনেক গুলো পেইড এন্টিভাইরাস থাকলেও সেগুলো কিনে ব্যবহার করা সবসময় সম্ভব হয়না। আমরা চাইলে ফ্রী এন্টিভাইরাস ব্যবহার করে সহজেই আমাদের সিস্টেম সিকিউর রাখতে পারি। উপরের লেখায় আমরা এমন কিছু বেস্ট এন্টিভাইরাস সম্পর্কে আলোচনা করেছি যা ফ্রী এবং সিকিউর। আশাকরি আজকের লেখা আপনাদের ভালো লেগেছে। এন্টিভাইরাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন ধন্যবাদ।