চাকরি খোঁজার সেরা ১০টি ওয়েবসাইট

পড়াশোনা শেষ হতে না হতেই সবথেকে বড় যে প্রশ্নটি সামনে এসে দাঁড়ায় সেটি হলো চাকরি। জীবিকার টানে একটি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয় এ দ্বার থেকে ঐ দ্বারে। একটা সময় ছিল যখন এই চাকরির জন্য বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে বিজ্ঞাপন দেখতে হত। তাও একবার দুবার নয়। অসংখ্য বার। আবার অফিসে অফিসে যেয়ে তলব করতে হত নিয়মিত। তারপর একটাসময় সময় ও শ্রমের তাড়নায় বিষিয়ে যেত হৃদয়।

তবে সেইদিন এখন আর নেই। ইন্টারনেট (Internet) এর কল্যাণে বদলেছে সময় ও সম্ভাবনা। অনলাইন ভিত্তিক বিভিন্ন চাকরি খোঁজার ওয়েবসাইট ও পোর্টাল থেকে ঘরে বসেই চাকরির বিজ্ঞপ্তি জানা যায় এবং চাকরির জন্য আবেদন করা যায়। 

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এসব ওয়েবসাইটের সংখ্যা নিতান্তই কম নয়। এসবের মধ্যে কোনো কোনো টি তো আন্তর্জাতিক মানে পৌছেঁ গিয়েছে। যেগুলোর সাহায্যে ঘরে বসেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খোঁজ পাওয়া যায়।

 তবে এমন অজস্র ওয়েবসাইট থেকে আপনার জন্য সেরা ওয়েবসাইটটি খুঁজে বের করা কঠিনসাধ্য হয়ে যেতে পারে। তাই আজকের আর্টিকেলে আমি কথা বলব চাকরি খোঁজার সেরা ১০টি ওয়েবসাইট নিয়ে। যেগুলো থেকে আপনি সহজেই আপনার পছন্দের চাকরিটি খুঁজে বের করে নিতে পারবেন।

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

চাকরি খোঁজার ওয়েবসাইট

বিডিজবস ডট কম (bdjobs.com)

অনলাইনে চাকরি খোঁজার ওয়েবসাইটগুলোর মধ্যে বর্তমানে জনপ্রিয়তায় সবার শীর্ষে অবস্থান করছে বিডিজবস bdjobs এই ওয়েবসাইটটিতে সরকারি বেসরকারি সহ প্রায় সব ধরনের চাকরি খুঁজে নেয়া সম্ভব। এছাড়াও এই সাইটটিতে রয়েছে আরও নানামুখী সুবিধা। যেমন-

  • ৫০+ ক্যাটাগরির ওপর চাকরি খুঁজে নেয়ার সুযোগ।
  • কীওয়ার্ডস এবং ইন্ডাস্ট্রি ভিত্তিতে চাকরি খোঁজার ব্যবস্থা।
  • লোকেশন ভিত্তিক জব সার্চ।
  • সরকারি ও বেসরকারি চাকরির জন্য আলাদা আলাদা বিভাগ।
  • বিভিন্ন পর্যায়ে ক্যারিয়ার রিসোর্স এর সুযোগ।
  • প্রয়োজনীয় প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ।
  • এমপ্লয়েবিলিটি (Employability) পরীক্ষা করার ব্যবস্থা।
  • সার্টিফিকেট কোর্স করার সুব্যবস্থা।
  • নিজস্ব প্রোফাইল তৈরির সুযোগ।

কর্ম (kormobd.com)

কর্ম (kormobd.com)

কর্ম Kormo একটি আন্তর্জাতিক পর্যায়ের জব সার্চিং ওয়েবসাইট। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google) এর একটি সাইট প্রজেক্ট, Area 120 দ্বারা নির্মিত এই সাইটটি সারা বিশ্বজুড়ে চাকরি প্রার্থীদের নিকট খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখান থেকে চাকরিদাতা এবং চাকরি গ্রহীতা উভয়ই উপকৃত হতে পারবেন। এই ওয়েবসাইটের বিশেষ বিশেষ দিকগুলো হলো:

  • চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করা যায় এবং বিজ্ঞপ্তি দেখা যায়।
  • যোগ্যতাসম্পন্ন হলে আবেদন করা যায়।
  • নিজস্ব প্রোফাইল তৈরি করা যায়।
  • সরাসরি প্রোফাইল দেখে জব অফার করা যায় এবং জব পাওয়া যায়।
  • এছাড়াও রয়েছে চাকরি ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ।

চাকরি ডট কম (chakri.com)

বাংলাদেশের শীর্ষ স্থানীয় আরেকটি চাকরি খোঁজার ওয়েব পোর্টাল হলো চাকরি ডট কম। পঞ্চাশটির অধিক ক্যাটাগরি রয়েছে এই সাইটটিতে। তাছাড়াও রয়েছে ক্যারিয়ার সম্পর্কিত নানাবিধ কনটেন্ট। একনজরে এই ওয়েবসাইটের বিশেষত্বগুলো হলো:

  • ৫০+ ক্যাটাগরিতে চাকরি খোঁজার সুযোগ।
  • ওয়ার্কশপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ।
  • ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট।
  • লোকেশন অনুযায়ী জব সার্চের ব্যবস্থা।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট (bpsc.gov.bd)

এটি একটি সরকারি ওয়েবসাইট। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি জানার পাশাপাশি চাকরির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করা যায়। চাকরি খোঁজার জন্য এটিও বর্তমানে বেশ জনপ্রিয় একটি সাইট। এই সাইটের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকসমূহ হলো:

  • সরকারি চাকরিতে অনলাইন আবেদনের সুযোগ সৃষ্টি।
  • সরাসরি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাকরি বিজ্ঞপ্তি জানার সুব্যবস্থা।
  • বিসিএস পরীক্ষা, বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা ও নন-ক্যাডার পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ।

গ্লাসডোর ডট কম (glassdoor.com)

চাকরি খোঁজার ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে অন্যতম একটি সাইট হলো গ্লাসডোর (glassdoor). এখানে অসংখ্য কোম্পানি তাদের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে থাকে। যার ফলে এখানে জবের কোনো অভাব নেই এবং যেকোন কোম্পানিতে দ্রুত নিয়োগের একটা সুযোগ রয়েছে। তাছাড়া এই সাইটের ইন্টারফেস অনেক সুন্দর ও সহজ। এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে আপনার প্রয়োজনীয় চাকরির কীওয়ার্ডস সেভ করে দিতে হয়। পরবর্তীতে সেসব চাকরির বিজ্ঞপ্তি আপনাকে মেইল করে জানিয়ে দেয়া হবে।

এছাড়াও এই ওয়েব পোর্টালটিতে রয়েছে নানামুখী সুযোগ সুবিধা। যেমন-

  • কোম্পানির পর্যালোচনা এবং চাকরির পর্যালোচনা সম্পর্কিত সকল ডেটা।
  • প্রশ্নোত্তর ব্যবস্থা।
  • CEO অনুমোদনের রেটিং এবং বেতন প্রতিবেদনের সকল তথ্যাদি।
  • চাকরি সম্পর্কিত বিভিন্ন সুবিধা পর্যালোচনা।
  • অনলাইন আবেদন।

স্কিলস ডট জবস (skills.jobs)

স্কিলস ডট জবস অনলাইনে চাকরি খোঁজার আরেকটি ফলপ্রসূ একটি প্লাটফর্ম। এখানে চাকরি খোঁজা যেমন সহজ, সম্ভাবনাও তেমন অধিক। চাকরির ক্যাটাগরি এবং লোকেশন ভিত্তিতে সার্চ করার সুযোগ ছাড়াও এখানে রয়েছে ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন সার্ভিস। এক নজরে এই ওয়েবসাইটের বিশেষত্ব গুলো হলো:

  • ২০+ ক্যাটাগরিতে চাকরি খোঁজার ব্যবস্থা।
  • লোকেশনের ভিত্তিতে চাকরি খোঁজার সুযোগ।
  • রিজিউম (resume) ও ফোরাম (forum) সহ বিভিন্ন ক্যারিয়ার সার্ভিস গ্রহণের সুযোগ।
  • অত্যাধুনিক ইন্টারফেস।

বিডি জবস টুডে ডট কম (bdjobstoday.com)

বিডি জবস টুডে ওয়েবসাইটটি মূলত index.com এর ডেভলপ করা একটি ওয়েবসাইট। এই সাইটটিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরির খবর পাওয়া যায়। এই সাইটের মূল বিশেষত্ব হলো পত্রিকা ভিত্তিক চাকরিগুলোর বিজ্ঞাপন এখানে সহজেই খুঁজে পাওয়া যায়।

এই সাইটের আরও অন্যান্য সুযোগ-সুবিধা গুলোর মধ্যে রয়েছে:

  • ১৫+ ক্যাটাগরিতে চাকরি খোঁজার সুযোগ।
  • পত্রিকা ভিত্তিক জবগুলো সার্চ করার সুযোগ। 
  • সরকারি ও বেসরকারি উভয় ধরনের জব সার্চের ব্যবস্থা।

লিংকডইন ডট কম (Linkedin.com)

লিংকডই। (LinkedIn) সাম্প্রতিক সময়ের বেশ পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ওয়েবসাইট। বিশেষ করে বিশ্বের পেশাজীবী এবং পেশাদারদের জন্য। যদিও এই সাইটটি কেবল চাকরি খোঁজার জন্য নয় তবুও চাকরি খোঁজার বিশেষ আকর্ষণীয় কিছু ফিচারস যুক্ত হওয়ার কারণে জব সার্চের জন্যও এটি বেশ সমাদৃত। যার ফলস্বরূপ বর্তমানে ৫০ কোটির অধিক মানুষ লিংকডইনের সাথে সরাসরি সম্পৃক্ত। লিংকডইন ওয়েবসাইটের মূল বিশেষত্ব গুলো হলো:

  • নিজস্ব প্রোফাইল সৃষ্টির সুযোগ।
  • নিজের ইন্ডাস্ট্রি এবং অন্য যে কোনো ইন্ডাস্ট্রির কর্মচারী কর্মকর্তার সাথে কমিউনিটি বা যোগাযোগ তৈরির সুযোগ।
  • ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন রিসার্সের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ।
  • বিভিন্ন জব সার্কুলার সেভ করার ব্যবস্থা।
  • অনলাইনে পছন্দের চাকরির জন্য আবেদনের সুযোগ।
  • বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানার সুযোগ।

মনে রাখবেন লিংকডইন ব্যবহার করতে চাইলে সেখানে অবশ্যই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা , ভবিষ্যত পরিকল্পনা এবং নিজের বর্তমান কর্মের ডিটেইলস দিয়ে একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে। এই প্রোফাইলের মাধ্যমে লিংকডইনের সকল সেবা গ্রহণের পাশাপাশি এই প্রোফাইল দেখে কোনো নিয়োগকর্তার পছন্দ হলে সে ঐ প্রফাইলের মালিককে নক করতে পারেন এবং জব অফার করতে পারেন।

রুটিরুজি ডট কম (rutiruji.com)

অনলাইনে চাকরি খোঁজার ক্ষেত্রে এই ওয়েবসাইটটিও বেশ সম্ভাবনাময়। এর আকর্ষণীয় ইন্টারফেসের কারণে ব্যবহারকারীদের মাঝের এটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট হতে চলেছে। চলুন একনজরে দেখে নেই এই সাইটের গুরুত্বপূর্ণ দিকগুলো।

  •  ব্যক্তিগত প্রোফাইল তৈরির ব্যবস্থা।
  • প্রোফাইল তৈরি করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাৎক্ষণিক নিজের কাঙ্ক্ষিত চাকরির খবর জানার সুযোগ।

জবস সার্কুলার ডট কম (jobscircular.com)

জবস সার্কুলার ডট কম (jobscircular.com)

এই ওয়েবসাইটটিতে রয়েছে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিন এবং অনলাইন পোর্টাল গুলোতে প্রকাশিত প্রতিদিনের চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের নিকট এই সাইটটি বর্তমানে বেশ সমাদৃত। শুধুমাত্র চাকরি খোঁজ করাই নয় বিভিন্ন পরীক্ষার নোটিশ, সময়সূচি ও ফলাফল সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য এখান থেকে সংগ্রহ করা যায়। এই জবস সার্কুলার সাইটটির বিভিন্ন দিকগুলো অনেক প্রশংসনীয় এবং অত্যন্ত ফলপ্রসূ। এসব গুরুত্বপূর্ণ দিকসমূহের মধ্যে রয়েছে:

  • চাকরির বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি আবেদনের ফরম ডাউনলোড এবং ব্যাংক ড্রাফট ডাউনলোডের সুযোগ।
  • আবেদনের ঠিকানা, আবেদনের নিয়ম ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য জানার সুযোগ।
  • পছন্দের বিজ্ঞপ্তি, নোটিশ ও বিভিন্ন ফাইল সেভ করে রাখার ব্যবস্থা।

এই ছিলো চাকরি খোঁজার সেরা ১০টি ওয়েবসাইট। ইন্টারনেটে জব সার্চ করার এমন অসংখ্য সাইট এবং পেইজ রয়েছে । এমনকি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকেও জব সার্চের জন্য ব্যবহার করা যায়। সার্চ বক্সে জব টাইটেল লিখে সামনে (+) চিহ্ন দিয়ে সার্চ দিলেই পছন্দের চাকরি খুঁজে পাওয়া সম্ভব। তবে শুধুমাত্র এই সবগুলো সাইটের মধ্যে জনপ্রিয় ১০ টি সাইট বিশেষ করে বাংলাদেশিদের জন্য যেগুলো অধিক ফলপ্রসূ হতে পারে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি।

এখন নিজস্ব Requirements অনুযায়ী যে কোনো ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন যে সকল সাইটে নিজস্ব প্রোফাইল তৈরি এবং রেজিসেট্রশনের সুযোগ থাকে সেগুলো চাকরি খোঁজার জন্য অধিক ফলপ্রসূ এবং সুবিধাজনক হতে পারে। যেমন- bdjobs, kormo, LinkedIn, rutiruji ইত্যাদি। এসব ক্ষেত্রে নিজস্ব যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে পাওয়া সম্ভব হয়। 

অনলাইনে ফ্রিল্যান্সিং শেখার উপায়

তো প্রিয় পাঠকবৃন্দ! আজকে এ পর্যন্তই। আশা করি আর্টিকেলটি দ্বারা কিছুটা হলেও উপকৃত হবেন। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

Leave a Reply