ফরেক্স কি? ফরেক্স কিভাবে কাজ করে?

ইন্টারনেট ভিত্তিক আয়ের উৎসগুলো সম্পর্কে মানুষের জানার ও শেখার আগ্রহ বাড়ার কারণে ফরেক্স শব্দটি এখন অনেকের কাছেই কমবেশি পরিচিত। এই ফরেক্স সম্পর্কে রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন রকম ধারণা এবং মতামত। কিন্ত দেখা গিয়েছে তাদের বেশিরভাগই ফরেক্স সম্পর্কে সঠিক তথ্য ও জ্ঞান রাখেন না।

তাই আপনি যদি মনে করেন, মুক্তপেশা হিসেবে আপনি ফরেক্স এর বাজারে পা রাখতে চান এবং রাতারাতি অনেক বড় ট্রেডার বনে যাওয়ার কল্পনায় ডুবে থাকেন, তাহলে আমি বলবো কল্পনার অন্ধকার জগত থেকে বেড়িয়ে এখনই ফরেক্স এর মার্কেট সম্পর্কে এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে পড়াশুনা শুরু করুন এবং সঠিক জ্ঞান অর্জন করুন। এরপর আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিন যে, সত্যই ফরেক্স ট্রেডিং কি আপনার জন্য উপযোগী কিনা। 

ফরেক্স সম্পর্কে জানার জন্য যদি আপনি ইন্টারনেটে সার্চ করে থাকেন তবে আপনি এমন অনেক আর্টিকেল পাবেন যেখানে ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা আছে। কিন্তু আপনি কখনও কেবল একটি আর্টিকেল সবকিছু শিখে যাবেন না বা জেনে যাবেন না। তাই আপনাকে একের পর এক ওয়েবসাইটে ঢু মারতে হবে। 

তাই আপনার জানার পরিধি প্রসারিত করার লক্ষ্যে আমরা আমাদের আজকের আর্টিক্যাল টি সাজিয়েছি। ফরেক্স কি, ফরেক্স কিভাবে কাজ করে, ফরেক্স কিভাবে শিখবেন ও ফরেক্স কি হালাল কিনা এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে। তাহলে চলুন জেনে নেই ফরেক্স ও ফরেক্স ট্রেডিং সম্পর্কিত অতি প্রয়োজনীয় কিছু তথ্যাদি।

ফরেক্স কি?

ফরেক্স (FOREX) বা এফএক্স (FX) হলো ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) এর সংক্ষিপ্ত রূপ। আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে গেলে বলতে হয়, ফরেক্স হলো বিশ্বের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা বাজার যেখানে মূলত বৈদেশিক মুদ্রার কেনা-বেঁচা এবং লেনদেন হয়। অর্থাৎ এক দেশের মুদ্রার বিনিময়ে অপর কোন এক দেশের মুদ্রা ক্রয় করা হয়। 

বর্তমানে ফরেক্স হলো বিশ্বের সবথেকে বড় financial মার্কেট, যেখানে সমগ্র বিশ্বের অসংখ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহ বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেঁচা এবং বিনিয়োগ করে থাকে।

ফরেক্স মার্কেটের পরিধি যে কত বড় তা একটি সমীকরণের মাধ্যমে আরেকটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যেমন- ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট (BIS) এর তথ্য অনুযায়ী ২০১৬ সালে ফরেক্স মার্কেটে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৫.১ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৯ সালেই তা বেড়ে দাঁড়ায় ৬.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

তবে মজার ব্যাপার হলো এত বৃহৎ পরিসরের মার্কেট টি সম্পূর্ণই একটি ডিসেন্ট্রালাইজড মার্কেট। অর্থাৎ এখানের সকল প্রকার লেনদেন ভার্চুয়াল। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোন জায়গা থেকে ফরেক্সে যুক্ত হয়ে মুদ্রা ক্রয়-বিক্রয় করা যায়। 

ফরেক্স কিভাবে কাজ করে? 

আশা করি ইতিমধ্যে ফরেক্স সম্পর্কে বেসিক ধারণাগুলো পেয়ে গিয়েছেন। এখন আমরা ফরেক্স কিভাবে কাজ করে সে সম্বন্ধে জানব। 

ফরেক্সের মূল কাজ হলো বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করা। যার অর্থ হলো একটি মুদ্রার বিনিময়ে অপর একটি মুদ্রা ক্রয় করা। যেমন ধরুন আপনি ইউরো দিয়ে ইউএস ডলার ক্রয় করলেন অথবা ইউএস ডলার দিয়ে ইউরো ক্রয় করলেন।

পাশাপাশি ফরেক্স হলো একটি ভার্চুয়াল প্রক্রিয়া যা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। অর্থাৎ ফরেক্সের কোন কেন্দ্রীভূত মার্কেটপ্লেস নেই। এটি মূলত বিকেন্দ্রীভূত এবং ওভার দ্যা কাউন্টার (ওটিসি) এর মাধ্যমে ইলেক্ট্রনিক্যালি পরিচালিত হয়।

তাছাড়া ফরেক্স হলো একটি ব্যবসা প্রক্রিয়া। এখানে একজন ট্রেডারকে প্রথমে ফরেক্স ওয়েবসাইটে কিছু মানি ইনভেস্ট করতে হয়। এরপর তাকে তার দক্ষতা এবং পরিশ্রমের ওপর ভিত্তি করে লাভ বা ক্ষতির মুখ দেখতে হয়।

যেমন ধরুন আপনি ফরেক্স এর ওয়েবসাইটে ২০০ ডলার ইনভেস্ট করলেন। সেসময় দেখা গেলো প্রতি ডলারে ০.৮৫ ইউরো করে পাওয়া যায়। কিন্তু কিছুদিন পর দেখা গেল ইউরোর দাম বেড়ে এখন প্রতি ডলারে ০.৯৫ ইউরো করে পাওয়া যাচ্ছে। তখন আপনি আপনি আপনার ডলারগুলো ইউরো তে এক্সচেঞ্জ করে দিলেন। সেক্ষেত্রে আপনার লাভ হলো প্রতি ডলারে ০.১০ ইউরো। সুতরাং ২০০ ডলারের বিপরীতে আপনার লাভ হলো ২০০*০.১০=২০ ইউরো। 

ফরেক্সের বাজারে একটি মুদ্রার লেনদেন সাধারণত কারেন্সি পেয়ার আকারে করা হয়ে থাকে। যেখানে যে মুদ্রাটি ক্রয় করা হয় তাকে বলা হয় বেজ কারেন্সি (Base Currency) এবং যে মুদ্রার বিপরীতে মুদ্রা ক্রয় করা হয় তাকে বলে কোট কারেন্সি ( Quote Currency). যেমন USD/EUR হলো একটি কারেন্সি পেয়ার। এখানে USD হলো বেজ কারেন্সি এবং EUR হলো কোট কারোন্সি।

ফরেক্স ট্রেডিং শিখুন

ফরেক্স ট্রেডিং শিখুন

ফরেক্স ট্রেডিং শুরু করার পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে আপনাকে ফরেক্স ট্রেডিং শিখে নিতে হবে। নয়তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ৯৫ শতাংশ ট্রেডার সঠিক জ্ঞান এবং ট্রেনিং এর অভাবে সমস্ত ইনভেস্টমেন্ট হারিয়ে ফেলেন এবং সম্পূর্ণ খালি হাতে ফেরেন ও হতাশাগ্রস্ত হয়ে পরেন। 

ফরেক্স ট্রেডিং শেখার জন্য বর্তমানে অনলাইন ও অফলাইনে অসংখ্য ভালো মানের বই রয়েছে। তাছাড়া বিভিন্ন মানসম্মত আর্টিকেল এবং ইউটিউব ভিডিও তো রয়েছেই। পাশাপাশি আপনি যদি আরও গভীরভাবে ট্রেডিং শিখতে চান তবে ফরেক্স সম্পর্কিত বিভিন্ন কোর্সগুলো করে নিতে পারেন। 

এসব কোর্স দেশের বড় বড় এবং সফল ট্রেডার গণের দ্বারা পরিচালিত হয় বলে এখান থেকে প্রাকটিক্যালি ট্রেডিং শিখলে ঝুঁকির সম্ভাবনাও অনেক কম। এদের এক একটি কোর্স ২ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হয় এবং ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। 

ফরেক্স ট্রেডিং কি হালাল?

একজন মুসলিম ধর্মাবলম্বীর জন্য ফরেক্স ট্রেডিং এ যুক্ত হওয়ার পূর্বে তাকে অবশ্যই এ বিষয়ে নিশ্চিত হতে হবে যে ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম। কেননা সঠিকভাবে এ ব্যাপারে জানাশোনা না করলে আপনি কখনোই সঠিক তথ্যটি পাবেন না। কারণ আমজনতা বরাবরই যেকোন ব্যাপারে কোন ভিত্তি ছাড়াই নিজস্ব মতামত প্রদানে স্বচ্ছন্দবোধ করে। 

ফরেক্স একটি ব্যবসা পদ্ধতি হওয়ার কারণে অনেকেই এটিকে সম্পূর্ণ রূপে না জেনেই হালাল বলে ব্যাখ্যা দিয়ে দেন। কিন্তু বিশিষ্ট আলেমগণ কয়েকটি বিষয় বিবেচনায় এনে এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত প্রদান করেছেন। সেগুলো হলো:

  • বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ এর সময় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে ইন্টারেস্ট রেট দেয়া থাকে সেই ইন্টারেস্ট যদি কোন ট্রেডারের অ্যাকাউন্টে জমা হয় এবং সে ঐ ইন্টারেস্ট গ্রহণ করেন তবে একজন মুসলিম হিসেবে ঐ ইন্টারেস্ট গ্রহণ ও লেনদেন করা সম্পূর্ণ হারাম। 
  • কিন্তু কেউ যদি ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্ট বা ইসলামিক অ্যাকাউন্ট পদ্ধতি গ্রহণ করেন যেখানে ইন্টারেস্ট গ্রহণের কোন সুযোগ থাকবে না এবং শুধুমাত্র নিজস্ব লাভের অংশটুকু থাকবে তবে সেক্ষেত্রে ফরেক্স এক্সচেঞ্জ হালাল হবে। 

আশা করি ফরেক্সের হালাল-হারামের বিষয়টি বোঝাতে পেরেছি। তবে হালাল-হারাম বিষয়টি যেহেতু খুবই সেনসিটিভ তাই আমি কখনোই এ ব্যাপারে নিশ্চিত রূপে কোন সিদ্ধান্ত প্রদান করতে পারি না। বরাবরের মতো এবারও বলব যে, আপনার নিকটস্থ কিংবা ভালো জানাশোনা বিজ্ঞ আলেমগণের নিকট থেকে এ ব্যাপারে সরাসরি জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। 

শেষ কথা

ফরেক্স ট্রেডিং আমাদের দেশে অপেক্ষাকৃত নতুনভাবে পরিচিত একটি ব্যবসা পদ্ধতি। যে কারণে মানুষ এই কাজটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তবে লোভে পরে হুজুগের বসে এই ব্যবসায় জড়িয়ে না যাওয়াই ভালো। 

সময় ও ধৈর্য্য নিয়ে এ ব্যাপারে পড়াশুনা করার পর জেনে নেয়া সব চেয়ে ভালো। কেননা এখানে রয়েছে যথেষ্ট পরিশ্রম, ঝুঁকি এবং ইনভেস্টমেন্ট। আপনার একটু ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে আপনার সমস্ত ইনভেস্টমেন্ট খোয়াতে হতে পারে। কেননা ফরেক্স মার্কেটে সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টাই মানি এক্সচেঞ্জ হতে থাকে এবং দরপতন চলতে থাকে।

বাতিস্তা কিভাবে তার অনলাইন জার্নি শুরু করেছিলো?

তাই বিশ্বের সর্ববৃহৎ এই ফাইনান্সিয়াল মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে নিতে হবে সময়োপযোগী সিদ্ধান্ত এবং হতে হবে যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল ও পরিশ্রমী। তবেই দিন শেষে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। 

Leave a Reply