কয়েকটি ই-কমার্স ওয়েবসাইটের তালিকা

দ্রুততম ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতার কারণে সারা বিশ্বজুড়ে ই-কমার্স ব্যবসার ইতিবাচক প্রভাব লক্ষণীয়। গত কয়েক বছরে বাংলাদেশেও এর জনপ্রিয়তা যে হারে বৃদ্ধি পেয়েছে তা চোখে পড়ার মত। যার ধারাবাহিকতায় প্রতিনিয়ত কেনাকাটায় নতুন মাত্রা যোগ করতে অনলাইনে উল্লেখযোগ্য সংখ্যক ই-কমার্স ওয়েবসাইট যুক্ত হচ্ছে।

এসমস্ত ওয়েবসাইট থেকে নিত্য প্রয়োজনীয় যেকোন সামগ্রী যেমন- কাঁচামাল থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স এবং কসমেটিক্স সবকিছু অনলাইনে ক্রয় করা সম্ভব। এছাড়াও এসব ই-কমার্স ওয়েবসাইট দেশের প্রতিটি জেলায় তাদের সেবা প্রদান করে থাকে। ফলে দেশের যেকোন প্রান্ত থেকে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে অনলাইনে পণ্য ক্রয় করা যায়।

সাম্প্রতিক সময়ে বছরগুলিতে অনলাইনে এত অধিক সংখ্যক ই-কমার্স সাইটের সংযুক্তি ঘটেছে যেখান থেকে সেরা সাইটগুলি নির্বাচনে যে কেউ দ্বিধাদ্বন্দ্বে পরে যাবেন। তাই আর্টিকেলের এই পর্যায়ে আমি আজকে এমন ৫ টি ই-কমার্স ওয়েবসাইটে নাম তুলে ধরব যেগুলো এযাবৎ কালের সবথেকে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম। 

এই ওয়েবসাইট গুলো থেকে বিশ্বস্ত উপায়ে যে কোন সময় যেকোন ধরনের এবং ব্রান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। তাহলে চলুন দেখে নেয়া যাক সেই ওয়েবসাইটগুলো কি কি।

Daraz.com.bd

Daraz.com.bd

বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট গুলোর মধ্যে দারাজ অন্যতম। সর্বপ্রথম ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে এই অসাধারণ চাইনিজ অনলাইন মার্কেটপ্লেসটি। এরপর থেকে ধীরে ধীরে এই সাইটের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া।

নিত্য প্রয়োজনীয় সকল কাঁচামাল থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স, পোশাক-আষাক, বিভিন্ন ধরনের প্রসাধনী সবকিছুই দারাজের ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ক্রয় করে পারবেন।

বিজনেস টাইপ: Business to Consumer

ডেলিভারি চার্জ: ঢাকার মধ্যে ৪৫ টাকা এবং ঢাকার বাহিরে ৬০ টাকা।

ডেলিভারি টাইম: ঢাকার অভ্যন্তরে ৪-৭ কার্যদিবস এবং ঢাকার বাহিরে ৭-১০ কার্যদিবসের মধ্যে।

পেমেন্ট মেথড: 

  • Cash on Delivery (COD)
  • Master Card
  • Visa Card
  • Bkash
  • American Express

Bagdoom.com

ই-কমার্স ওয়েবসাইটের এই লিস্টে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাগডুম ডট কম ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটটি সারা বাংলাদেশ জুড়ে তাদের ই-কমার্স সেবা প্রদান করে চলেছে অত্যন্ত বিশ্বস্ততার সাথে। 

যদিও শুরুর দিকে এই সাইটটি শুধুমাত্র লাইফস্টাইল পণ্য সরবরাহ করত, কিন্তু বর্তমানে কসমেটিক্স ও জামাকাপড়সহ নিত্য প্রয়োজনীয় যেকোন সামগ্রী এখান থেকে খুব সহজে ক্রয় করে নিতে পারবেন। 

বিজনেস টাইপ: Business to Consumer

ডেলিভারি টাইম: ঢাকার অভ্যন্তরে ৩-৫ কার্যদিবস এবং ঢাকার বাহিরে ৫-৮ কার্যদিবস।

ডেলিভারি চার্জ: ঢাকার ভেতরে ৪৫ টাকা এবং ঢাকার বাহিরে ৬০ টাকা।

পেমেন্ট মেথড:

  • Cash on Delivery (COD)
  • Master Card
  • Visa Card
  • Bkash
  • DBBL
  • American Express
  • Sure Cash
  • Bank Deposits

 Pickaboo.com 

পিকাবো ওয়েবসাইট বাংলাদেশের বর্তমান জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। কোয়ালিটি ফুল পণ্য এবং আকর্ষণীয় সব ছাড় ও স্বল্প মূল্যের কারণে অল্প সময়ের মাঝে এই সাইটটি সারা দেশ জুড়ে পরিচিতি লাভ করে। 

প্রধানত ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ করে থাকলেও অন্যান্য যেকোন নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে ক্রয় করার সুযোগ রয়েছে এই সাইটটিতে। 

বিজনেস টাইপ: Business to Consumer

ডেলিভারি টাইম: ঢাকার অভ্যন্তরে ৩ কর্মদিবস এবং ঢাকার বাহিরে ৫ কর্মদিবসের মধ্যে।

ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে ৪০ টাকা এবং ঢাকার বাহিরে ৮০ টাকা।

পেমেন্ট মেথড: 

  • Bkash
  • Cash on Delivery (COD)
  • Master Card
  • Visa card
  • American Express

Ajkerdeal.com

বাংলাদেশের সর্বপ্রথম বাংলা ই-কমার্স সাইট হলো আজকের ডিল ডট কম। ২০১১ সালে যাত্রা শুরু করা এই ওয়েবসাইটটি বর্তমানে দেশের সবথেকে বড় ই-কমার্স সাইটগুলোর একটি। ফ্যাশন, লাইফস্টাইল, জুয়েলারি পণ্য সামগ্রীর জন্য এই সাইটটি সুপরিচিত হলেও যেকোন খাদ্য সামগ্রী এবং ইলেকট্রনিক্স এখন এই সাইট থেকে ক্রয় করতে পারবেন।

এখানে একজন সেলার যেমন তার পণ্য সেল করতে পারবেন আবার এখান থেকে কোন পণ্য ক্রয় করতে পারবেন।

বিজনেস টাইপ: 

  • Consumer to Business
  • Business to Consumer

ডেলিভারি চার্জ: ঢাকার মধ্যে ৩৫ টাকা (অ্যাডভান্সড এবং ক্যাশ অন ডেলিভারি) ও ঢাকার বাহিরে অ্যাডভান্স ৪৫ টাকা এবং ক্যাশ অন ডেলিভারি ৬৫ টাকা।

ডেলিভারি টাইম: ঢাকার মধ্যে ৩-৬ কার্যদিবস এবং আউট সাইট ঢাকা ৫-১২ কার্যদিবস।

পেমেন্ট মেথড: 

  • Cash on Delivery (COD) 
  • Master Card
  • Visa Card 
  • Bkash
  • American Express
  • DDB
  • i-Pay

 bikroy.com

বিক্রয় ডট কম দেশের একটি ভিন্নধর্মী ই-কমার্স ওয়েবসাইট। এটি নিজে কোন ব্যবসা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে না। এটি দুই বা ততোধিক ভোক্তার মাঝে নতুন এবং পুরাতন পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ তৈরি করে দেয়। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে সাইটটি বর্তমানে সারা দেশ জুড়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এবং দেশের সবথেকে বড় মার্কেটপ্লেস হিসেবে জায়গা করে নিয়েছে।

ই-কমার্স বিজনেস শুরু করার আগে যা জানা জরুরি

যেকোন ধরনের ইলেক্ট্রনিক্স এবং লাইফস্টাইল পণ্য নতুন বা পুরাতন একজন ক্রেতার চাহিদা অনুযায়ী এখান থেকে ক্রয় করতে পারবেন। ফ্রিতে মেম্বারশিপ গ্রহণ করে এখান থেকে যেকেউ পণ্য কেনাবেচা শুরু করতে পারেন। 

বিজনেস টাইপ: Consumer to Consumer

ডেলিভারি টাইম: পণ্য কতসময় বা কতদিনের মধ্যে ডেলিভারি করা হবে তা বিক্রেতা স্বয়ং ক্রেতার সঙ্গে যোগাযোগ করে কনফার্ম করে নিতে হয়।

ডেলিভারি চার্জ: এটি সম্পূর্ণভাবে পণ্য এবং তার ক্রেতা ও বিক্রেতার ওপর নির্ভরশীল। কখনও কখনও ফ্রি ডেলিভারি সার্ভিসও দেয়া হয়।

পেমেন্ট মেথড: 

  • Visa Card 
  • Master Card
  • American Express
  • DBBL
  • Bkash
  • Rocket
  • Sure Cash
  • My Cash

Leave a Reply