ডোমেইন কি?
ডোমেইন একটি ইংরেজী শব্দ যার বাংলা অর্থ: রাজ্য,খাস জমি,খাস সম্পত্তি, এলাকা ,শাসন ক্ষেত্র ইত্যাদি। যদি সহজ ভাবে বলতে যাই, আমাদের প্রত্যেকের যেমন নাম রয়েছে, ঠিক তেমনি ইন্টারনেটের প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নিদির্ষ্ট নাম রয়েছে আর সেই নাম কে ডোমেইন বলা হয়।
মানুষের নাম যেমন পরিচয় বহন করে, ওয়েবসাইটের এক একটি ডোমেইন নাম তেমন পরিচিয় বহন করে, কোন ডোমেইন নেমের মাধ্যমেই আমরা ওয়েবসাইটকে চিনে থাকি। ডোমেইন কে ইন্টারনেট দুনিয়ার সম্পদ বলা হয়।
কেন ডোমেইন কিনবেন?
- ফ্রিল্যান্সিং পোর্টফলিওর জন্য।
- অনলাইনে ব্যবসার জন্য।
- ব্যবসার প্রচারের জন্য।
- চাকরি পাবার জন্য।
- ব্লগিং করার জন্য।
- নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য।
- ভবিষ্যতে কয়েকগুণ দামে ডোমেইন বিক্রি করার জন্য।
কোথায় থেকে ডোমেইন কিনবেন?
ডোমেইন কেনার সব থেকে বিশস্ত দেশী প্ল্যাটফর্ম আইটি নাট হোস্টিং।
কেন আইটি নাট থেকে কিনবেন?
- আইটি নাট দীর্ঘ ৬ বছর যাবত দেশ এবং দেশের বাইরে ডোমেইন হোস্টিং সেবার দিয়ে আসছে।
- আইটি নাটের কাছে সবসময় ন্যায্য দামে ডোমেইন পাবেন।
- ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল পাবেন।
- সার্ভিস ভালো না লাগলে যে কোন সময় বিনামূল্যে ট্রান্সফার করতে পারবেন।
- ২৪/৭ যে কোন সমস্যায় সহযোগিতা পাবেন।
ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট উপলক্ষ্যে ডোমেইন কিনুন ১৫% ছাড়ে।
ডোমেইন কিনতে ভিজিট করুন: Domain Name Registration (Cheapest) .COM – IT Nut Hosting
Hi there, Thank you so much for your article.
Thank you