বর্তমানে বিকাশ হচ্ছে লেনদেনের সব থেকে দ্রুত এবং নিরাপদ মাধ্যম। bKash বাংলাদেশের শীর্ষস্থানীয় Mobile Phone Network ব্যবহারের মাধ্যমে দ্রুত অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী একটি সংস্থা এবং বাংলাদেশের সবচেয়ে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। বিকাশ আপনাকে দিচ্ছে Cash Out, Send money, Add money, pay bill, Payment এবং Mobile recharge সহ জীবন সহজ করার সমস্ত সার্ভিস ও সুযোগ-সুবিধা। বাংলাদেশে বিপুল সংখ্যক মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। দেশের বেশিভাগ মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছানোর ও দেশব্যাপী বিস্তৃত Mobile Network দক্ষ ও দ্রুততম মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম এমন আইডিয়া থেকেই মূলত বাংলাদেশে bKash পরিসেবার উৎপত্তি। ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত Payment Service দানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বদা বিকাশ বিভিন্ন প্রকার ডিজিটাল ফিনেন্সিয়াল/মোবাইল Service দিয়ে আসছে। *247# ডায়াল করে বা bKash অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা টাকা পাঠানো, নগদ অর্থ জমা, নগদ টাকা উত্তলন, টাকা অ্যাড করা, বিল দেয়া, রেমিট্যান্স, পেমেন্ট ও মোবাইল রিচার্জ ইত্যাদি সেবা গুলো খুব সহজে পেতে পারেন। বিকাশ থেকে দ্রুত ও খুব সহজেই ক্যাশ আউট করা যায়। আপনার বিকাশে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে বিকাশ এর দোকানে গিয়ে কোন প্রকার সমস্যা ছাড়াই টাকা তুলতে পারবেন।
রকেট একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম
বিকাশ খোলার পদ্ধতি
bKash অ্যাকাউন্ট নিকটবর্তী ডিজিটাল Registretion পয়েন্ট থেকে অথবা আপনি বিকাশ অ্যাপ থেকে নিজে একাউন্ট ওপেন করতে পারেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি যদি নিজে একাউন্ট রেজিস্টার করতে চান তবে এর জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং সেই মোবাইলে থাকা আপনার সেই সিম নাম্বার। এখানে সেই সিম নাম্বার টি থাকতে হবে। যে সিম নাম্বারে আগে কখনো বিকাশ একাউন্ট খোলা হয় নি। আপনি রবি, গ্রামীনফোন, বাংলালিংক, টেলিটল, এয়ারটেল ইত্যাদি যে কোন সিম অপারেটরে আপনি বিকাশ একাউন্ট ওপেন করতে পারেন। নিম্নের ধাপগুলো অনুসরন করে আপনি সহজেই নিজের একাউন্ট নিজে খুলে নিতে পারেন:
- প্রথমে গুগোল প্লে স্টোর থেকে bKash App ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- এরপর আপনার বিকাশ অ্যাপ টি মোবাইল থেকে ওপেন করুন এবং আপনার মোবাইলে থাকে সিম নাম্বার টি লিখুন।
- এরপর আপনার ফোর নাম্বার দিন যেটাতে আপনি বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন।
- নাম্বার টি ভেরিফাই হয়ে গেল আপনার ভোটার আইডি কার্ড/NID/Smart ID কার্ড এর ২ পাশের ছবি তুলতে বলবে। এরপর আপনার সেলফি তুলকে বলবে।
- এভাবে ভেরিফিকেশন কম্পিলিট হবার পর আপনাকে বিকাশ একাউন্ট এর পিন সেট কারতে বলবে। এবার আপনি ৫ ডিজিট এর একটি পিন নাম্বার সেট করুন এবং এটা গোপন রাখুন। এটি আপনার একাউন্ট এর পাসওয়ার্ড হিসেবে কাজ করবে।
- এই ধাপগুলো সফলভাবে শেষ করলেই আপনার বিকাশ একাউন্ট ব্যবহার করার জন্য প্রস্তুত।
এছাড়াও আপনি চাইলে আপনার কাছের যেকোন ডিজিটাল Registretion পয়েন্ট থেকে একাউন্ট ওপেন করতে পারবেন। এখান থেকে একাউন্ট ওপেন করার জন্য আপনাকে নিম্নির ডকুমেন্টগুলো সাথে নিয়ে যেতে হবে।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা NID কার্ড।
- একটি Active মোবাইল ফোন এবং সিম নাম্বার।
Cash Out
বিকাশ একাউন্ট খোলা যেমন সহজ, তেমনি বিকাশ থেকে ক্যাশ আউট করাও সহজ। কিভাবে সহজেই বিকাশ থেকে Cash Out করার জন্য নিম্নের ধাপগুলো অনুসরন করুন:
- আপনি যেকোনো bKash agent এর কাছে যান।
- বিকাশ Mobile Menu এর জন্য আপনার মোবাইলে *247# Dial করুন।
- Cash Out বেছে নিন।
- From agent নির্বাচন করুন।
- তারপর agent এর bKash Account নম্বরটি দিন।
- টাকার Amount বসিয়ে দিন।
- এরপর আপনারকে এজেন্ট এর নাম্বার ক্যাশ আউট এর পরিমান ইত্যাদি দেখাবে।
- এখন আপনার bKash একাউন্টের পিন নাম্বার টি দিলে Cash Out হয়ে যাবে। এবং আপনার মোবাইলে ম্যাসেজ ও ক্যাশ আউট সাকসেস ম্যাসেজ দেখতে পাবেন। এরপর আপনি বিকাশ এজেন্ট থেকে আপনার ক্যাশ আউট টাকা বুঝে নিন।
অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট
নগদ টাকার পরিবর্তে আমরা বর্তমান প্রযুক্তির উপর বেশী নির্ভরশীল হচ্ছি। কারন ব্যাংকের লাইনে দাড়ানোর ঝামেলা বা সরাসরি ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। বিকাশ অ্যাপ দিয়ে যে কোন সময় যে কোন বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন। এর জন্য নিম্নের ধাপগুলো সফলভাবে সম্পন্ন করত হবে।
- সর্ব প্রথম আপনার মোবাইলের ডাটা কানেকশন অন করে আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপ ওপেন করুন।
- আপনার বিকাশ একাউন্ট এর পিন নম্বর দিয়ে লগইন করুন।
- অ্যাপের হোম স্কীনের ক্যাশ আউট আইকন ট্যাপ করুন।
- এরপর বিকাশ এজেন্ট ফিল্ডে এজেন্ট নাম্বার টি দিন। অথবা QR কোড আইকন এ প্রেস করে এজেন্টের ইউনিক QR কোডটি স্ক্যান করে নিতে পারেন। এই QR কোড আপনি সেই এজেন্টের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। QR কোড স্ক্যান করলে এজেন্ট এর ফোন নাম্বার ও স্টোর এর নাম অটো ফিল হয়ে যাবে। তবে আপনি চাইলে অ্যাপের হোম স্কিনের নিচের দিকে থাকা QR কোড স্ক্যানার আইকন এ ট্যাপ করেও স্ক্যান করতে পারেন।
- এজেন্ট এর QR কোড এর উপর আপনার মোবাইলের ক্যামেরাটি ধরে রাখুন, এজেন্ট এর QR কোডটি স্ক্যান হয়ে যাবে এবং সঙ্গে মঙ্গে এজেন্ট এর নাম ও নম্বর অ্যাপের স্কীনে চলে আসবে।
- এরপর টাকার পরিমাণটি দিন এবং Next এরোতে ট্যাপ করুন।
- আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি দিয়ে Next এরোতে ট্যাপ করুন।
- এবার স্কীনে কত টাকা ক্যাশ আউট করছেন, ক্যাশ আউটের জন্য মোট কত টাকা চার্জ করা হচ্ছে এবং সব মিলিয়ে কতটাকা আপনার একাউন্ট থেকে মোট কত টাকা কেটে নেয়া হচ্ছে তার বিস্তারিত দেখতে পাবেন।
- এখন স্কীনের নিচে ট্যাপ এন্ড হোল্ড বাটনে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলেই ক্যাশ আউট সম্পন্ন হয়ে যাবে।
বিকাশ ক্যাশ আউট চার্জ
মোবাইল ব্যাংকিং বাংলাদেশের বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর মধ্যে bkash অন্যতম। অতি দ্রুত দেশের যেকোন স্থানে টাকা পাঠানোর একটি সেরা সহজ মাধ্যম bKash। সাধারনত ক্যাশ আউট করার ৩টি মাধ্যম রয়েছে। কোন প্রক্রিয়াটি ব্যবহার করে ক্যাশ আউট করবেন তার উপর ক্যাশ আউট চার্জ নির্ভর করে এবং সেই অনুযায়ী বিকাশ চার্জ করে থাকে। ক্যাশ আউট এর ৩টি প্রক্রিয়া হচ্ছে-
- *247# এর মাধমে
- বিকাশ (App) অ্যাপ ক্যাশ আউট চার্জ ও
- বিকাশ (ATM) এটিএম ক্যাশ আউট চার্জ
*247# এর মাধ্যমে
আপনার Mobile থেকে *247# ডায়েল করে Cash Out করলে বিকাশ ১.৮৫% চার্জ করে থাকে এবং প্রতি হাজারে ১৮.৫০টাকা কেটে নেয়।
বিকাশ App অ্যাপ ক্যাশ আউট চার্জ
বিকাশ App Cash Out চার্জ ১.৭৫% এবং বিকাশ অ্যাপে ক্যাশ আউট করলে প্রতি হাজারে খরচ হবে ১৭.৫০। একাউন্টে যদি ১০১৭.৫০টাকা থাকে তাহলে বিকাশ অ্যাপ এর মাধ্যমে ১০০০ টাকা ক্যাশ আউট করতে সক্ষম হবেন। আর অবশিষ্ট্য ১৭.৫০ টাকা বিকাশ ক্যাশ আউট চার্জ হিসেবে সাথে সাথেই কেটে নিবে।
বিকাশ ATM ক্যাশ আউট চার্জ
অনেক স্মার্ট ভদ্রলোকেরা এটিএম ব্যবহার করতে ভালোবাসেন। এছাড়াও ATM এর মাধ্যমে বিকাশে ক্যাশ আউট খরচ সব থেকে কম ও এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করলে হাজারে ১৫ টাকা ক্যাশ আউট চার্জ কাটে এবং অন্যান্য প্রক্রিয়ার চেয়ে তুলনা মূলকভাবে খুবই কম চার্জ। তবে এটিএম থেকে ৩০০০ এর কম টাকা ক্যাশ আউট করা যায় না, সুতরাং বেশি পরিমাণের টাকা এটিএম থেকে আউট করা বেশি ভালো।
এছাড়াও বিকাশে প্রিয় নম্বর করা যায় এবং প্রিয় Agent নম্বরে ক্যাশ চার্জও কম। একজন গ্রাহক কোন ধরনের ঝামেলা ছাড়াই যেকোন Agent নম্বরকে প্রিয় Agent নম্বর হিসেবে সেট করে নিতে পারেন এবং গ্রাহক প্রিয় Agent Number হতে ১.৪৯% চার্জে Cash Out করতে পারেন। প্রত্যেক মাসে ২৫০০০ টাকা পর্যন্ত ১.৪৯% চার্জ প্রযোয্য হবে। ২৫০০০ টাকার বেশি ক্যাশ আউট করলে তখন ১.৮৫% চার্জ প্রযোয্য হবে এবং প্রিয় Agent নম্বরে Cash Out লিমিট শেষ হয়ে যাবে।
আবার বিকাশে Sent money খরচ নির্ভর করে নম্বরটি প্রিয় নম্বর কিনা তার উপর। কারণ প্রিয় নম্বরেও Sent money একদম ফ্রি এবং অন্য সব নম্বরে Sent money চার্জ প্রযোয্য। প্রিয় নম্বরে ২৫,০০০ টাকা পর্যন্ত কোন চার্জ প্রযোয্য নয় এবং ২৫,০০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। Sent money চার্জ ৫ টাকা। আর ৫০,০০০ টাকা লিমিট অতিক্রম করলে ১০ টাকা চার্জ হবে।
প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোন নম্বরে ১০১ টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা পর্যন্ত ৫ টাকা Sent money চার্জ প্রযোয্য এবং ২৫,০০০ টাকার বেশি Sent money হলে সে ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোয্য।
বিকাশ ক্যাশ আউট সুবিধা
বিকাশ তার গ্রাহকদের সুবিধা বিবেচনা কারে ক্যাশ আউট কারার জন্য এজন্ট এর সংখ্যা দিন দিন বাড়াচ্ছে। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যাচ্ছে বিকাশের গ্রাহক সেবা। কিছুদিন আগেও কোথাও টাকা পাটানোর জন্য ডাকবিভাগের মাধ্যমে মানিঅর্ডার করতে হতো। এর এ টাকা পাওয়া যেতো প্রায় ১ সপ্তাহ পর। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেও সময় লাগতো প্রায় ৩ দিন। এখন বিকাশের জন্য মুহুর্তের মধ্যে টাকা পাঠানো যাচ্ছে দেশের এক স্থান থেকে অন্য স্থানে। প্রায় সব জায়গায় বিকাশের এজেন্ট থাকায় যে কোন সময় ক্যাশ আউট এর মাধ্যমে নগদ টাকা পাওয়া যাচ্ছে। যা আমাদের জীবন কে করেছে আরও সহজ।
উপায় একাউন্ট খোলার নিয়ম – উপায় একাউন্ট এর সুবিধা
বিকাশ কি, কি কাজে লাগে, বিকাশ খোলার পদ্ধতি সম্পর্কে আমরা এই আর্টিকেলে আলোচনা করলাম। বিকাশ সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের Comment বক্সে জানাবেন। ধন্যবাদ।