ওয়ার্ডপ্রেস আবিষ্কার হওয়ার পর ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। এটি একটি ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা বিভিন্ন থিম ও প্লাগিন ইন্সটল করে ওয়েবসাইট তৈরি করার সুবিধা দেয়। প্রযুক্তি আপডেট হওয়ার পর এখন ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে আর তেমন কোড লেখা জানতে হয় না।
বেসিক ধারণা থাকলে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ইউজ করে সহজেই সকল ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আমাদের আজকের লেখায় ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার কি এবং জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার কি?
ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় সিএমএস। ওয়েবসাইট তৈরি করার জন্য সহজ ও অনেক পরিমাণে রিসোর্স থাকার কারণে এটি সব ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে আপনি অনেক জায়গায় দেখবেন যে বলে কোডিং ছাড়া ওয়েব ডিজাইন করা হয়। আমাদের মনে প্রশ্ন জাগে এটা কীভাবে সম্ভব।
ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে পেজ বিল্ডার। এটি সাধারণত ওয়ার্ডপ্রেস প্লাগিন যা ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে ভিজ্যুয়ালি ডিজাইন করার জন্য ব্যবহার হয়। অর্থাৎ আপনি ইতোমধ্যে ইন্সটল থাকা একটি থিমের মধ্যে যে কোন পেজ এই পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করতে পারবেন।
আমরা অনেক সময় মনে করি যে ডিজাইন করা থিম থাকা সত্তে আমাদের আলাদা পেজ বিল্ডার কেন দরকার। আসলে কাজের ক্ষেত্রে আমাদের নানা ধরনের ডিজাইন পরিবর্তন, পরিবর্ধন ও মার্জন করতে হয়। এখন একটি ওয়েবসাইট পরিচালনা করার সময় আমাদের সবার কোডিং দক্ষতা নাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে?
এই ঝামেলার সময়ে আমাদের রক্ষা করার জন্য পেজ বিল্ডার কাজ করবে। এখানে এক ক্লিকে অনেক জটিল অপশন এবং ডিজাইন তৈরি করা যায় যা কোডিং করে করতে অনেক সময় লাগে। সর্বোপরি পেজ বিল্ডার হচ্ছে এক ধরনের প্লাগিন যা ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে ভিজ্যুয়ালি পেজ ডিজাইন করার সক্ষমতা তৈরি করে।
আমার কি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার দরকার?
এটা নির্ভর করে আপনার প্রয়োজনের উপর। এখন ধরুন আপনার একটি ইকমার্স ওয়েবসাইট আছে। এটি আপনি ওয়ার্ডপ্রেসে হোস্ট করেছেন। তো যখন কাস্টমারদের জন্য এটি রেডি করবেন তখন কিন্তু দেখা যাবে অনেক ডিজাইন পরিবর্তন করতে হবে অথবা নতুন করে কোন ডিজাইন করতে হবে।
কারণ ইকমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য খালি একটি সুন্দর থিম ইন্সটল দিয়ে রাখলেই হয় না। এতে অনেক সেটিংস্ এবং অপশন আছে যা চাহিদা অনুযায়ী পরিবর্তন করতে হয়। অনেক সময় দেখা যাবে আপনার নিজেকে এই ধরনের কাজ করতে হবে অথবা কোন ডেভেলপার হায়ার করতে হবে।
নতুন করে কোড লিখে ডিজাইন করতে গেলে যেমন অনেক সময় চলে যাবে তেমনি অতিরিক্ত অর্থ খরচ হবে। এই সমস্যা নিরসনের জন্য আপনি কিন্তু একটি পেজ বিল্ডারের সাহায্য নিতে পারবেন। অন্যদিকে আমাদের সবার মাঝেই কিন্তু কোড বোঝা এবং লেখার দক্ষতা থাকে না। অর্থাৎ আপনি একজন ডেভেলপার বা প্রোগ্রামার না হয়েও কিন্তু সাইটের ডিজাইন পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারবেন।
পেজ বিল্ডার দিয়ে সহজে দেখে দেখে ডিজাইন করা যায়। আপনার যেমন স্টাইল প্রয়োজন বা যে যে ফিচার ইউজ করতে চাচ্ছেন তা সহজে এবং কম সময়ে করে ফেলতে পারবেন। এর দ্বারা একাধারে কয়েকটি কাজ হচ্ছে।
প্রথমত, আপনাকে বেশি অর্থ খরচ করতে হচ্ছে না। ডিজাইনের পেছনে অনেক কম সময় দিতে হচ্ছে। দ্বিতীয়ত, মডার্ন এবং কাস্টমার যেমন পছন্দ করে তেমন ডিজাইন তৈরি করা সম্ভব হচ্ছে। সর্বোপরি পেজ বিল্ডার ইউজ করে আপনি নিজে অনেক সুন্দর ও প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার
নিচে বর্তমান সময়ের কিছু জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Elementor
এলিমেন্টর বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় পেজ বিল্ডার। তাদের স্লোগান হচ্ছে তারা শুধু একটি পেজ বিল্ডার থেকেও বেশি কিছু। বর্তমানে এই পেজ বিল্ডারের ৩.২ ভার্সন চলছে এবং প্রায় ৫ মিলিয়নের থেকেও বেশি অ্যাক্টিভ ইন্সটলেশন আছে। অর্থাৎ ৫ মিলিয়নের থেকেও বেশি ওয়েবসাইটে এটি ব্যবহার হচ্ছে। এটি একটি ফ্রিমিয়াম প্লাগিন। অর্থাৎ এলিমেন্টর ফ্রি এবং প্রো দুই ভাবেই পাওয়া যায়।
ফ্রি ভার্সন দিয়ে অনেক ধরনের কাজ করা গেলেও প্রিমিয়াম ভার্সনে অনেক ধরনের এলিমেন্ট ও ফিচার পাওয়া যায়। যা দিয়ে আপনি যে কোন ধরনের মডার্ন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগিন ডিরেক্টরিতে সহ ডেডিকেটেড ওয়েবসাইট থেকে এই প্লাগিন ডাউনলোড করে আপনার সাইটে ইউজ করতে পারবেন। সহজে ব্যবহার করা যায় জন্য এটি অনেক ভালো রিভিউ অর্জন করতে পেরেছে। অন্যদিকে পেজ বিল্ডার নিয়ে আলোচনা করতে গেলে এলিমেন্টর নিয়ে কথা বলতেই হবে।
WPBakery Page Builder
ডাবলুপি বেকারি পেজ বিল্ডার এলিমেন্টর এর কম্পিটিটর। ব্যবহার বিধি ও সুযোগ সুবিধার দিক দিয়ে কিছু কিছু ক্ষেত্রে এটি অনেক উন্নত তবে কিছু ফিচার একে কম্পিটিশনে পিছিয়ে রেখেছে। যাই হোক, বর্তমানে ডাবলুপি বেকারি পেজ বিল্ডার বিশ্বব্যাপি প্রায় ৫ মিলিয়নের বেশি ওয়েবসাইটে ইন্সটল করা আছে।
একে ফ্রন্ট এবং ব্যাক এন্ড পেজ বিল্ডার বলা হয় কারণ এটি ব্যবহার করে আপনি ফ্রন্টে ডিজাইন পরিবর্তন করা সহ ব্যাক এন্ডে কাস্টমাইজেশন করতে পারবেন। তাছাড়া এতে ৫০ প্লাস বিল্ড ইন কনটেন্ট এলিমেন্ট আছে। টেম্পলেট লাইব্রেরি থেকে শুরু করে মডার্ন পেজ বিল্ডারের মত এখানে পারায় সব ফিচার রয়েছে।
WordPress কি? কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়?
Divi Visual Builder
ডিভি ভিজুয়াল বিল্ডার ডিভি থিম কোম্পানির একটি অংশ। এটি একটি নো-কোড ভিজুয়াল বিল্ডার। অর্থাৎ এটি ব্যবহার করে কোন প্রকারের কোড না লিখেই আপনি ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। এটি সব ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথেই কাজ করে। যদিও ডিভি বিল্ডার ডিভি থিমের সাথেই পাওয়া যায়। তবে এটি একটি প্লাগিন হিসেবে থাকে।
অর্থাৎ আপনি যদি ডিভি থিমের সাথে এই বিল্ডার ইউজ করতে না চান তাহলেও কোন সমস্যা নেই। আপনি যে কোন ওয়ার্ডপ্রেস থিমের সাথে এই ভিজুয়াল বিল্ডার ইউজ করতে পারবেন। বিশ্ব ব্যাপী প্রায় ৯ লক্ষ ওয়েব সাইটে এই বিল্ডার ব্যবহার করা হয়েছে। সহজ ইন্টারফেস ও মডার্ন ফিচার থাকায় এটি ব্যবহার করতে আপনাকে তেমন বেগ পেতে হবে না। তাছাড়া এর সাহায্যে আপনি যে কোন ধরণের ডিজাইন তৈরি ও কাস্টমাইজ করতে পারবেন।
Gutenberg
গুটেনবার্গ একটি ব্লগ এডিটর। গতানুগতিক অন্যান্য ব্লগ এডিটরের মতই এই বিল্ডার যা প্রায় ৩ লক্ষ অ্যাক্টিভ ইন্সটলেশন সমৃদ্ধ। বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস তাদের ক্লাসিক এডিটর বাদ দিয়ে গুটেনবার্গকে তাদের ডিফল্ট ব্লক এডিটর হিসেবে রিলিজ করেছে।
অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস ৫ ভার্সনের পরে থেকে ইউজ করেন তাহলে এই বিল্ডার ডিফল্টভাবেই পাবেন। অনেক ইউজার গুটেনবার্গকে একটি পরিপূর্ণ পেজ বিল্ডার হিসেবে স্বীকৃতি দিতে নারাজ কারণ এর মধ্যে এখন অনেক বাগ রয়েছে যা সমাধান করা জরুরি।
Beaver Builder
ব্রেভ বিল্ডার সাম্প্রতিক সময়ে ইউজারদের মাঝে সচেতনতা তৈরি করছে। এখন পর্যন্ত প্রায় ১ লক্ষের বেশি ওয়েবসাইটে এটি ইন্সটল করা আছে এবং ব্যবহার হচ্ছে। তাদের স্লোগান হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক দিনেই তৈরি করা যায় এক মাস লাগে না।
অর্থাৎ আপনি তাদের ড্রাগ এন্ড ড্রপ ফিচার ইউজ করে সহজেই আধুনিক ও উন্নতমানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর ফ্রি এবং প্রিমিয়াম দুইটি ভার্সন রয়েছে। ফ্রি তে যে যে অপশন রয়েছে তা দিয়ে অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করা সম্ভব তবে প্রিমিয়াম ভার্সনে আরও বেশি ফিচার অ্যাক্সেস পাওয়া যায়।
ব্রেভ বিল্ডার ওয়ার্ডপ্রেসের সকল থিমের সাথেই কাজ করে। অর্থাৎ আপনি যে কোন থিমে এই বিল্ডার ইন্সটল দিয়ে ভিজুয়াল ডিজাইন করতে পারবেন। রেস্পন্সিভ ফিচার ইউজ করে এই বিল্ডার দিয়ে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন তৈরি করে নিতে পারবেন।
উপরিউক্ত আলোচনায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য জনপ্রিয় কিছু পেজ বিল্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি পরে পেজ বিল্ডার কি এবং জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়েছে।