ওয়ার্ডপ্রেস এসিও প্লাগিন

সার্চ ইঞ্জিনগুলোই ইন্টারনেটে বেশিরভাগ ওয়েবসাইটের ট্রাফিকের প্রধানতম উৎস, তাই ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে সহায়ক কন্টেন্ট ও প্লাগিনের ব্যবহার অনেক বেশি জরুরি, এতে সাইটের ভিজিটর বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। আজকে আমরা সেরা কিছু ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন এবং টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন

Yoast SEO

Yoast SEO হলো বর্তমানে বাজারের সেরা ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন। এই প্লাগিনটি একটি ওয়েবসাইটের এসইও অপ্টিমাইজেশনের জন্য প্রয়োজনীয় সকল টুলস সরবরাহ করে। ফলে এই এসইও প্লাগিনটি ওয়েবসাইটের মান উন্নত করতে অনেক বেশী সহায়ক।

Yoast SEO প্লাগিন সহজেই ওয়েবসাইটের সকল পোস্ট এবং পৃষ্ঠাগুলোতে SEO Titles এবং Description যুক্ত করার সুযোগ দেয়। এছাড়াও ওয়েবসাইটের কন্টেন্টগুলোতে Open Graph Metadata এবং সোস্যাল মিডিয়ার কন্টেন্ট যুক্ত করতে এটি নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

Yoast SEO স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের সকল কন্টেন্টের জন্য একটি XML সাইটম্যাপ তৈরি করে। এই সাইটম্যাপ সার্চ ইঞ্জিনগুলোকে আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়ার কাজটি সহজ করে তোলে। ফলে সাইটের ট্রাফিক বহুগুণে বৃদ্ধি পায়। আপনি যদি অন্য কোনও এসইও প্লাগিন ব্যবহার করে থাকেন, তবে Yoast SEO প্লাগিন আপনাকে সহজেই আপনার এসইও ডেটা অন্য প্লাগিনে প্রেরণে সহায়তা করে।

বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে Yoast SEO ব্যবহার করে। সংক্ষেপে এর সুবিধাগুলো হলো-

• On Page SEO Meta Title এবং Description অপ্টিমাইজেশনে সহায়তা করে।

• SEO Redirect পরিচালনা করতে সহায়তা করে।

• Index সেটিংস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

• XML সাইটম্যাপ তৈরি করতে সহায়তা করে।

তবে বেশকিছুদিন ব্যবহারের অভিজ্ঞতায় সাইট এনালাইসিসের মত কয়েকটি কাজে Yoast SEO এর পারফরমেন্স আশানুরূপ নয়, তাই এটি ব্যবহাত করতে না চাইলে সাইট এনালাইসিসের কাজে SEMRush হতে পারে আপনার প্রথম পছন্দ।

SEMRush

SEMRush

সামগ্রিক পারফরম্যান্স এর ভিত্তিতে SEMRush বর্তমান বাজারের অন্যতম সেরা এসইও প্লাগিন টুলস। বিশ্বের সেরা কয়েকজন পেশাদার এসইও বিশেষজ্ঞ এই প্লাগইনটি ব্যবহার করার জন্য রিকমেন্ড করে থাকেন। ফলে বিপণনকারী, ব্লগার ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ওয়েবসাইটগুলোর মালিকেরা তাদের সাইটের ট্রাফিক বৃদ্ধিতে বর্তমানে SEMRush ব্যবহার করছেন। 

SEMRush সার্চ ইঞ্জিনগুলোতে ব্যবহৃত সেরা কিছু কিওয়ার্ড ও সার্চ টার্মগুলোর ব্যাপারে খোঁজ-খবর দেয়। অর্গানিক ভিজিটর বৃদ্ধিতে এটি অনেক বেশি সহায়তা করে। এছাড়া এই প্লাগিনটির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইটগুলোতে ব্যবহৃত সেরা কিওয়ার্ড গুলোর ব্যাপারেও আপনি অনুসন্ধান করতে পারবেন। ফলে সহজেই আপনি আপনার প্রতিদ্বন্দ্বী সাইটগুলোর সবলতা – দুর্বলতা খুঁজে নিয়ে তাদের টপকে যাওয়া সম্ভব।

SEMRush প্লাগিনটির SEO Writing Assistance Tools কোনো ওয়েবসাইটের ফোকাস কিওয়ার্ডগুলোর মধ্যে সেরা ১০ টি কিওয়ার্ডের বিশ্লেষণ করে নির্দিষ্ট সাইটের র‍্যাঙ্কিং এর উন্নতিতে সহায়তা করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটি ওয়ার্ডপ্রেসের সঙ্গে একসাথে বিল্ট-ইন ভাবেই কাজ করে। ফলে।আপনি সহজেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই এসইও উপযোগী কন্টেন্ট লিখতে পারবেন।

All-in-One SEO Pack

All in One SEO Pack অনেকটা Yoast SEO এর মতই প্রায় একই ধরনের ফিচারসমৃদ্ধ। তবে All in One SEO Pack প্লাগিন টুলসটি Yoast  SEO এর চেয়ে কিছু ফিচার বেশি সুবিধাসম্পন্ন ও প্রয়োজনমত এর ফিচারগুলোর পরিবর্তনের সুবিধা রয়েছে।

এই প্লাগিনটি ব্যবহারের সুবিধাগুলো হলো-

• ব্যবহারকারীদের সুবিধামত ইন্টারফেসে robots.txt file সম্পাদন করা যায়।

• সুবিধামত ইন্টারফেসে এবং কোনো FTP ব্যতীত .htaccess ফাইল সম্পাদন করা যায়।

• Referral Spam সহ সকল Bad Bots গুলোকে প্রতিরোধ করা যায়।

• সার্চবক্স মার্কআপে সাইটলিংক যুক্ত করা যায়।

• মেটা ডেসক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে পূরন করা যায়।

• এই এসইও প্লাগইন টুলসটিতে AMP সাপোর্ট রয়েছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের Official AMP Plugins এর সঙ্গে এটি একসাথে কাজ করতে পারে। 

Google Keyword Planner

ইন্টারনেটে লোকেরা কি অনুসন্ধান করছে, সে সম্পর্কে সার্চ জায়ান্ট গুগলের চেয়ে এই পৃথিবীতে আর কারোরই বেশি জানার কথা নয়। আপনি হয়তো এখনো জানেন না যে, Google Keyword Planner টুলসটি ব্যবহার করে আপনি বিনামূল্যে আপনার সাইটের জন্য সেরা কিছু কিওয়ার্ডের ব্যাপারে ধারনা পাবেন। 

এই ফ্রি টুলসটি গুগলের বিজ্ঞাপনদাতাদের সুবিধার জন্য তৈরী করা হয়েছে। তবে যে কেউ Google Keyword Planner টুলসটি ব্যবহার করতে পারবেন। বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য যে কিওয়ার্ডগুলোতে বিড করতে পারেন তার ধারনা দেওয়াই মূলত এই টুলসের মূল উদ্দেশ্য। 

এই প্লাগিনটি গুগলের বিজ্ঞাপনদাতাদেরকে নির্দিষ্ট কিওয়ার্ডগুলোর সার্চের পরিমাণ, ফলাফলের সংখ্যা এবং ডিফিকাল্টি লেভেলের অনুমান দেখিয়ে বিনিয়োগের জন্য সঠিক কিওয়ার্ড খোঁজ করতে সহায়তা করে।

ওয়েবসাইটের বিপণনকারী বা ব্লগার হিসাবে কিওয়ার্ডগুলোর মধ্যে আপনি সর্বোচ্চ সার্চের পরিমাণ, বিজ্ঞাপনদাতাদের আগ্রহের কিওয়ার্ডগুলো সহজে বের করতে পারবেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের এই এসইও প্লাগিন টুলসটি ব্যবহার করে আপনি এমন কিওয়ার্ড বাছাই করতে পারবেন যে কিওয়ার্ড ফোকাস করে আপনি প্রতিদ্বন্দ্বী সাইটগুলোকে সহজেই পরাজিত করতে পারবেন।

Rank Math

Rank Math একটি দ্রুত বর্ধনশীল ও  ব্যবহারকারী-বান্ধব জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন। এটি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে এবং সোশ্যাল মিডিয়াতে অপ্টিমাইজেশনে অনেক বেশি সহায়তা করে। তবে মনে রাখবেন, Rank Math হলো Yoast SEO এর বিকল্প প্লাগিন টুলস এবং আপনার সাইটে কেবলমাত্র একটি ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন প্রয়োজন।

Rank Math এর সুবিধাসমূহ –

• Rank Math ইনস্টলেশনের সময়ে একটি সেটআপ উইজার্ডসহ আসে এবং সেটআপের সময় অন্য এসইও প্লাগিন থেকে ডেটা গ্রহণ করার অনুমতি দেয়।

• Rank Math এসইও প্লাগিন টুলসটি সহজেই Meta Titles, Descriptions এবং ব্লগ পোস্টগুলিতে Graph Meta Data যুক্ত করার সুবিধা দেয়।  

• এই এসইও প্লাগইন টুলসটি একটি XML সাইটম্যাপ তৈরি করতে সহায়তা করে।

• Google Search Console এ সংযুক্ত হতে এই প্লাগিনটি অনেক বেশি সহায়তা করে।

• ব্যবহারকারীর ভূমিকার ভিত্তিতে প্লাগইন বৈশিষ্ট্যগুলো প্রবেশ নিয়ন্ত্রণ করতে দেয়।

SEOPress

SEOPress হলো আরেকটি সাধারণ অথচ শক্তিশালী ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন। এতে Meta Title, Description, Open Graph সমর্থন, ছবি ও কন্টেন্ট এবং XML সাইটম্যাপ, Redirect সহ একটি এসইও প্লাগিন থেকে আপনি যা যা প্রত্যাশা করবেন তার সমস্ত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে। 

SEOPress একই সাথে নতুন ব্যবহারকারীদের জন্য সহজ সেটআপ এবং অভিজ্ঞ ব্যবহারকারীর জন্য উন্নত সেটআপ সমৃদ্ধ। এই প্লাগিনটির উন্নত ফিচার এবং ব্যবহারের সহজতার দিক থেকে বাজারের সকল ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিনগুলোকে ছাড়িয়ে গেছে।

ইদানিং কিছু ব্যবহারকারী Yoast SEO কে বাদ দিয়ে SEOPress বেছে নিচ্ছে, এর পেছনে একটি বড় কারণ হলো SEOPress এর প্রিমিয়াম সংস্করণটি মোটামুটিভাবে কম দামে পাওয়া যায় এবং একই সাথে অনেক বেশী ফিচার সমৃদ্ধ।

Broken Link Checker

ওয়েবসাইটের ভাঙ্গা লিঙ্কগুলি সাইটের এসইওকে বাজেভাবে প্রভাবিত করতে পারে এবং সাইটের ব্যবহারকারীদের জন্য একটি খারাপ অভিজ্ঞতা তৈরি করতে পারে। 

যদি আপনি কোনও ব্লগ বা ওয়েবসাইটের মালিক হোন তবে আপনার সাইটের ভাঙ্গা লিঙ্কগুলোর খোঁজ রাখার জন্য সাইটটি সময়ে সময়ে অনুসন্ধান করা প্রয়োজন। এই ভাঙ্গা লিংকগুলো দ্রুততম সময়ে ঠিক করা প্রয়োজন।

ভাঙ্গা লিংকগুলো ঠিক করতে Broken Link Checker একটি ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগিন। এই প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ভাঙ্গা লিঙ্কগুলো খুঁজে পেতে সহায়তা করে। এই প্লাগিনের মাধ্যমে  আপনি নিজের পোস্টগুলি সম্পাদনা না করেই ভাঙ্গা লিঙ্কগুলো ঠিক করতে পারেন। Broken Link Checker দিয়ে ওয়ার্ডপ্রেসে কীভাবে ভাঙ্গা লিঙ্কগুলি ঠিক করবেন এই বিষয়টি সাইটের এসইও অপ্টিমাইজেশনে বড় ভূমিকা রাখবে।

তবে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে Broken Link Checker এর মত অত্যন্ত দরকারী এই প্লাগিনটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে, তবে কিছুদিন ব্যবহারের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে এটি  ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভারকে কিছুটা স্লো করে দেয়, ফলে WP Engine এর মতো কিছু হোস্টিং সার্ভিস ইতোমধ্যে এই প্লাগিনটিকে ব্লক করে রেখেছে। 

অর্থাৎ সাইটে কন্টেন্টের পরিমাণ বেশি থাকলে এই প্লাগিনটি আপনার সাইটকে স্লো করে ফেলবে। অনেক ব্যবহারকারী ভাঙ্গা লিঙ্ক শনাক্তকরণের জন্য Ahrefs টুলটি ব্যবহার করে কারণ এটি সাইটের দ্রুত গতি নিশ্চিত করে।

Ahrefs

Ahrefs

Ahrefs হল বিপণনকারী, ব্লগার এবং ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় এসইও প্লাগিন। এটি হতে পারে SEMRush এর একটি জনপ্রিয় বিকল্প। এই প্লাগিনটি SEMRush এর সকল অনুরূপ টুলস এবং ফিচার রয়েছে।

Ahrefs প্লাগিন টুলসটি কিওয়ার্ড গবেষণা, প্রতিযোগিতা বিশ্লেষণ, ব্যাকলিঙ্ক গবেষণা, কিওয়ার্ড র‍্যাংকিং মনিটরিং এবং আরও কিছু প্রয়োজনীয় সার্ভিস দিয়ে থাকে। 

তাছাড়া এই এসইও প্লাগিনটি বিনামূল্যে Detailed content Analysis টুলস সরবরাহ করে।  এই টুলটি কোনো নির্দিষ্ট কিওয়ার্ডকে লক্ষ্য করে আপনার কন্টেন্ট উন্নত করতে অনেক বেশি সহায়তা করে।

অন্যান্য প্লাগিনের মত প্রায় একই ধরনের ফিচার ও সার্ভিস প্রদান করলেও Ahrefs যেখানে সবাইকে ছাপিয়ে গেছে সেটি হল ব্যাকলিংক বিশ্লেষণ। তাছাড়া, Ahrefs সাইটের ডুপ্লিকেট সামগ্রী এবং কিওয়ার্ড ক্যানিবালাইজেশনকে আরও ভালভাবে সনাক্ত করতে সহায়তা করে। এটি  সাইটের র‌্যাঙ্কিং উন্নয়নে সঠিক কন্টেন্টকে মার্জ করতে সাহায্য করে।

উপরের কারণগুলির জন্য পেশাদার এসইও বিশেষজ্ঞরা  SEMRush এবং Ahrefs দুইটি প্লাগিন রিকমেন্ড করে থাকে। কারণ নিজ নিজ ক্ষেত্রে এবং নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে উভয়ই ভাল সার্ভিস দিয়ে থাকে।

The SEO framework

Yoast SEO এবং All in One SEO Pack এর আরো একটি শক্তিশালী বিকল্প হচ্ছে The SEO framework প্লাগিন টুলসটি। কার্যকারিতা অনুসারে, এটি অন্য যেকোনো এসইও প্লাগিনই টুলসের চেয়ে তেমন আলাদা কিছু না। তবে এই এসইও প্লাগিইন টুলসটির বড় সুবিধা হচ্ছে এটি অন্য সকল প্লাগিনের চেয়ে অনেক বেশি হাল্কা।

WP Rocket

সাইটের গতি কম থাকা সার্চ ইঞ্জিনগুলো র‍্যাংকিং কমে যাওয়ার একটি প্রধান কারণ। এ কারণেই সাইটের ধীরগতি আপনার এসইওকে প্রভাবিত করছে কী না তা নিশ্চিত করার জন্য ওয়েবসাইটের গতি এবং পারফরম্যান্স নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

আপনার ওয়েবসাইটের গতি বাড়ানোর সহজতম উপায় হল caching চালু করে দেওয়া। WP Rocket বর্তমান বাজারের সেরা ওয়ার্ডপ্রেস Caching প্লাগিন। এই প্লাগিনটি আপনাকে কোনও প্রযুক্তিগত জটিলতায় না নিয়ে অতি সহজেই cache সেটআপ করে দেয়। ফলে এই ওয়ার্ডপ্রেসের এই প্লাগিনটিও সাইটের এসইও অপ্টিমাইজেশনে বড় ভূমিকা রাখে।

তো, এই ছিল ওয়ার্ডপ্রেসের এসইও অপ্টিমাইজেশনের জন্য সেরা কিছু প্লাগিন টুলস৷ আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি সহজেই আপনার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিনস বাছাই করে নিতে পারবেন, যেটি সাইটের ট্রাফিক বহুগুণে বৃদ্ধি করবে।

ব্লগ কি? কীভাবে ব্লগিং করা যায়? ব্লগিং করে কীভাবে টাকা ইনকাম করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *