Computer হচ্ছে ইলেক্ট্রনিক যন্ত্র। বর্তমানে সব অফিসে কম বেশি কম্পিউটার রয়েছে। আর কীবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি অংশ। কীবোর্ড সব Computer এ ব্যবহৃত হয়। আর এই কীবোর্ড ছাড়া Computer ব্যভহার করা প্রায় অসম্ভব। প্রত্যেক Computer এ কোন না কোন Company এর কীবোর্ড ব্যবহৃত হচ্ছে। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি প্রধান Input ডিভাইস। যার সাহায্যে টাইপিং এর মাধ্যমে কম্পিউটার বিভিন্ন ডেটা Text আকারে Input দেয়া হয়। অর্থাৎ কীবোর্ডের মুল লক্ষ হলো কোন ডেটা টাইপিং এর মাধ্যমে ইনপুট নেয়া। কম্পিউটারের কীবোর্ড গুলো ইলেক্ট্রনিক সুইচ এর মতো কাজ করে থাকে। কম্পিউটারে বিভিন্ন প্রকার ইনপুট দেয়ার জন্য পৃথক পৃথক Command এর দরকার হয় এবং কীবোর্ডের দ্বারা সেসব Command ভিন্ন ভিন্ন কীবোর্ড কী এর সাহায্যে দেয়া হয়ে থাকে। এটি কম্পিউটারে অধিক ব্যবহার যোগ্য হলো ইনপুট ডিভাইস, যার বিভিন্ন কী এর মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন প্রকার Input দেয়া হয়ে থাকে।
কীবোর্ড এর কাজ কি
কীবোর্ডে সর্বমোট ১০৪টি কী বা বাটন রয়েছে, তবে কোন কোন কীবোর্ডে ১০৫ ও ১০৮ টি কীও হয়ে থাকে। কম্পিউটারকে Input দেয়ার জন্য ও বিভিন্ন ধরনের Text টাইপ করার জন্য এই কী গুলো ব্যবহৃত হয় এবং বাটন ও Command এর ভিত্তিতে এগুলোকে আবার ৬ ভাগে ভাগ করা হয়েছে এবং এর সবগুলোর কাজও আলাদা।
- Function Keys
- Typing keys
- Control keys
- Numeric Keypad
- Navigation Keys
- Indicator Lights
Function Keys
কীবোর্ডের একদম উপরে প্রথম সারিতে Left এ F1 থেকে F12 পর্যন্ত যে Key গুলো রয়েছে সেগুলো Function Key বলা হয়। কোন বিশেষ কাজ করার ক্ষেত্রে Function Key ব্যবহৃত হয়। এই কী গুলো অপারেটিং System সহ অনেক Program এর সর্টকাট হিসেবে ব্যবহার ও প্রয়োজন হয় এবং প্রত্যেক প্রোগ্রামের কাজ আলাদ আলাদা।
Typing keys
Alphabet ও Number key এগুলো টাইপিং কী এর ভিতরে পড়ে এবং সবথেকে বেশি ব্যবহৃত কী হচ্ছে Typing keys। Text করার সময় নম্বর ও Alphabet লেখতে এই সমস্ত Key এর দরকার হয়।
Control Keys
Control key গুলো অন্য কীর সঙ্গে যোগ হয়ে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে থাকে। Menu key, Ctrl key, PrtScr key, Scroll key, Window key, Pause Break key, Shift এগুলো সব কন্ট্রল কী এর অন্তর্ভুক্ত। এই কী গুলোর উপর Computer এর কন্ট্রল নির্ভর করে।
Numeric keypad
যোগ, বিয়োগ, গুণ, ভাগ, (*,+,=,/,?.-) এই সব করার জন্য যেসব নম্বর ও চিহ্ন ব্যবহৃত হয় তাকে Numeric keypad বলা হয়। এগুলো কীবোর্ডের Right site এ নিচের দিকে রয়েছে।
Navigation keys
Delete, Page Up, Insert, Arrow keys, End, Page down, Home এগুলো হচ্ছে Navigation keys। কোন নির্দিষ্ট পেজ এদিক সেদি করার ক্ষেত্রে এর প্রয়োজন পড়ে।
Indicator lights
Caps Lock, Num Lock, Scroll Lock এই তিনটি হচ্ছে Indicator Lights। নম্বর প্যাড ব্যবহার করা এবং এগুলো Capital letter ও Small letter লেখার জন্য ব্যবহৃত হয়।
কীবোর্ড এর কোন বাটনের কি কাজ
- Alt– বিভিন্ন Program এ বিভিন্ন নির্দেশ দেয়ার ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে ব্যবহার হয় এবংবিভিন্ন Command বানানো যায়।
- Shift key– লেখার সময় বড় ও ছোট হাতের অক্ষর করার প্রয়োজন হলে নির্দিষ্ট কোন Word এই Key এর সাথে একসঙ্গে চেপে ধরলে অক্ষরটি সাথে সাথে বড় ও ছোট হাতের অক্ষর হয়ে যায়।
- Print screen– Computer এর পর্দার দৃশ্যত যা কিছু থাকে তা সবগুলা প্রিন্ট করতে চাইলে এই কী এর প্রয়োজন হয়।
- Insert key– কোন লেখার মধ্যে কোন কিছু লেখার দরকার হলে তা সাধরাণত ডান পাশ থেকে লেখা হয়, তবে এই কী চেপে লিখলে তা আগের অক্ষরের উপর Over writing হয়।
- Enter key– কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে সেটি কার্যকর করতে এই কী ব্যবহার করা হয় ও এক লাইনের লেখা শেষ করে পরের লাইনে বা অন্য লাইনে যাওয়ার জন্য Enter key ব্যবহৃত হয় এবং Enter key এর সাহায্যে Ok button এর ও কাজ হয়ে থাকে।
- Pause Break– যদি Computer কোন লেখা দ্রুত গতির জন্য পড়তে সমস্যা হয় তবে এই কী চেপে তা ভালোভাবে পড়া যায়।
- Tab key– পর্দায় অনুচ্ছেদ শুরুর স্থান, প্যারাগ্রাফ, কলাম, নম্বর ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কী ব্যবহৃত হয় এবং কীবোর্ড শর্টকাট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- Ctrl key– কীবোর্ড শর্টকাট এর জন্য কাজে লাগে। এই কী কীবোর্ডের Right ও Left এ থাকে। এই কী এর সঙ্গে বিশেষ কী এক সঙ্গে চেপে Command দেয়া হয়।
- Spacebar– দুটি ওয়ার্ড এর মাঝে gap দেয়ার জন্য প্রয়োজন হয়।
- Arrow key- কোন Page এর Right-Left ও up-Down এ যাওয়ার জন্য Arrow key ব্যবহৃত হয়।
- Caps lock key– অক্ষর ছোট-বড় করার জন্য Caps lock key প্রয়োজন হয় এবং লেখা বড় হাতের করার জন্য Caps lock key চালু করা হয়ে থাকে। আর Off করে দিলে লেখা পুনরায় Small হাতের অক্ষর হয়।
- Backspace– কোন লেখার পিছনের অংশ Delete করতে Backspace ব্যবহৃত হয়।
- Number key– ০ থেকে শুরু করে ৯ পর্যন্ত যে Number গুলে দেওয়া রয়েছে, সেগুলো Numeric লিখতে প্রয়োজন হয়।
- Windows Logo Key– Start মেনু Open করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- Esc Key- এটি বর্তমানে চালু হওয়া কোন Off করতে এই কী প্রেস প্রয়োজন হয় ও কোন নির্দেশ বাতিল করা হয়ে থাকে।
- Delete Key– Select করা কোন File এবং Text, Delete করার জন্য কাজে লাগে।
কিবোর্ড কত প্রকার ও কি কি
কীবোর্ড Data এন্ট্রি কাজের জন্য প্রয়োজন বা ব্যবহার করা হয়। আমাদের Typing করা সকল Data Computer এর কাছে সঠিকভাবে Computer এর নিকট পৌছে দেয়াই হলো কীবোর্ডের কাজ। কিবোর্ড মূলত তিন প্রকার। যথা-
- Qwerty
- Dvorak
- Azerty
Qwerty Keyboard
এই ধরনের Computer কীবোর্ডের LayOut সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সারা বিশ্বে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে। আমরা বর্তমানে যে কীবোর্ড গুলো ব্যবহার করে থাকি সেসব Keyboard গুলো Qwerty টাইপ এর অন্তর্ভক্ত এবং এই জাতীয় কীবোর্ড যেকোন User সহজেই নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এই কীবোর্ড এর Key গুলো Alpha-bates এর জন্য তৈরি Key গুলোর ভিতরে প্রথম ৬ টি কীগুলো একই প্রকার Keyboard নাম (Qwerty) উপস্থাপন করে থাকে।
আধুনিক Computer গুলোতে সর্বাধিক এই রকম কীবোর্ড ব্যবহার করা হয় এবং এই কীবোর্ড গুলি এত বেশি প্রচল রয়েছে যার জন্য মানুষেরা মনে করে কীবোর্ড গুলি এই প্রকার হয়, কিন্তু এই ধারণা ভুল। শুধু কম্পিউটার না, Smart Phone এও একই লেআউট এর Qwerty কীবোর্ড রয়েছে।
Azerty Keyboard
Qwerty কীবোর্ডের অন্য একটি ভার্শন হচ্ছে Azerty এবং এই প্রকার কীবোর্ড ইউরোপ ও ফ্রান্স এর অনেক স্থানে বেশি ব্যবহার হয়। এটির LayOut ফ্রান্সে Developed করা হয়েছে এবং সে জন্য এটিকে Standard ফ্রান্স কীবোর্ড নামে অভিহিত করা হয়েছে। Alphabets এর জন্য Azerty কীবোর্ড বানানো হয়েছে এবং এই কীবোর্ড এ প্রথম ৬ টি কীতে Azerty লেখা থাকে।
এছাড়া Qwerty কীবোর্ডে প্রথম দুটি Key তে Q আর W রয়েছে এবং Azerty কীবোর্ডের প্রথম কীতে A আর Z রয়েছে।
এগুলো ছাড়াও Azerty কীবোর্ডে M কীটি শেষ Row তে Right Site এর দিকে শেষ থাকে এবং Qwerty কীবোর্ডের M কীটি মাঝখানের Row তে ডান দিকের শেষে থাকে।
Dvorak Keyboard
Dvorak কীবোর্ড দ্রুত গতিতে Typing Spead করার জন্য তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে Qwerty আর Azerty চেয়ে দ্রুত টাইপিং করা সম্ভব। এখনকার দিনে যে সমস্ত কীবোর্ড ব্যবহার করা হচ্ছে তার মধ্যে Qwerty সংখ্যা সব থেকে বেশি এবং Dvorak কীবোর্ডে ৫৬% Typing কীগুলো Right Site এ থাকে আর Qwerty কীবোর্ডে ৫৬% Left Site এ থাকে।
কীবোর্ড এর কাজ কি? কিবোর্ড কত প্রকার ও কি কি?
Computer এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কীবোর্ড এবং কম্পিউটারের সমস্ত টাইপিং এর কাজ কীবোর্ড মাধ্যমে করা হয়ে থাকে। কীবোর্ড কম্পিউটারের জন্য অধিক গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেল এ কীবোর্ড সম্পর্কে বুঝাতে পেরেছি। যদি আরো কোন তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।