IT Nut Hosting এ ফ্রি ট্রেনিং শেষে চাকরির সুযোগ

আইটি নাট হোস্টিং তাদের কাস্টমার সাপোর্টকে আরো মানসম্মত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তাই তারা কিছু উদ্যমী তরুণদেরকে ফ্রি ট্রেনিং করিয়ে কাস্টমার সাপোর্ট এজন্ট এবং কনটেন্ট রাইটার হিসেবে নিয়োদ দেবার সিদ্ধান্ত নিয়েছে।

অফিস লোকেশন: ২য় তলা, শেখ টাওয়ার, গোহাইল রোড, সূত্রাপুর, বগুড়া সদর।

এপ্লাই করার জন্য প্রয়োজনীয় যোগ্যতাঃ

১) কম্পিউটার এবং ইন্টারনেট সংক্রান্ত বিষয় গুলোর সাথে খুব ভালোভাবে পরিচয় থাকতে হবে।

২) নিজের ল্যাপটপ/ডেক্সটপ থাকা বাধ্যতামূলক। (অফিস টাইমে অফিসের কম্পিউটারে কাজ করতে দেয়া হবে। তবে কোন কারনে রিমোট অফিস করতে হলে সেক্ষেত্রে নিজস্ব কম্পিউটার ব্যবহার করতে হবে)

৩) শুদ্ধ উচ্চরণে বাংলায় কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে।

৪) ইংরেজি তে মোটামুটি দক্ষতা থাকতে হবে।

৫) শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান। (পারিবারিক অর্থনৈতিক সমস্যার জন্য পড়াশুনা করতে পারছেনা, এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)

৬) যেহেতু কোম্পানীর নিজ খরচে ট্রেনিং এবং ইন্টার্নশিপ এর সময় ভাতা প্রদান করা হবে এবং প্রার্থীদের জন্য অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় তাই নূন্যতম ২ বছর চাকরি করার লিখিত কমিটমেন্ট করতে হবে।

৭) আগে কোন আইটি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার গেমিং এ ভালো হলে, প্রতিনিয়ত Hollywood Movie বা সিরিজ দেখলে, সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি একটিভ, মিশুক, বন্ধুত্বপূর্ণ মন মানসিকতা এবং সব সময় হাস্যজ্বল হলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত: https://cv.itnut.net/

Leave a Reply