বর্তমান সময়ে ব্যবসায়িক উন্নয়নে মার্কেটিং এর কোন বিকল্প নেই। এটি এমন একটি সিস্টেম যা দ্বারা ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হয়। মাঝখানে তৃতীয় পক্ষ ক্রেতা ও বিক্রেতাকে সামনাসামনি নিয়ে আসে যা থেকে তারা নিজেরাও আর্থিকভাবে লাভবান হয়। আমাদের আজকের লেখায় সিপিএ মার্কেটিং কৌশল, জনপ্রিয় সিপিএ মার্কেটিং ওয়েবসাইট, ইনকামের পরিমাণ ও মোবাইল ব্যবহার করে এটি করা যাবে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সিপিএ মার্কেটিং কৌশল
সিপিএ একটি জনপ্রিয় মার্কেটিং কৌশল। এর মাধ্যমে একজন বিক্রেতা সরাসরি ক্রেতার সংস্পর্শে আসতে পারে। ডিজিটাল দুনিয়ায় সিপিএ করার অনেক পদ্ধতি রয়েছে। পাশাপাশি নতুন নতুন পদ্ধতি তৈরি হচ্ছে। তবে সিপিএ মার্কেটিং এর কিছু কমন কৌশল আছে যা নিচে বর্ণনা করা হলো।
তথ্য সংগ্রহ
তথ্য সংগ্রহ করা প্রতিটি মার্কেটিং পদ্ধতির জন্য অতি গুরুত্বপূর্ণ। যে প্রতিষ্ঠান যত বেশি তথ্য সংগ্রহ করতে পারবে তারা সম্ভাব্য ক্রেতার তত কাছে পৌঁছাতে পারবে। বিশেষ করে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে এই বিষয় অনেক বেশি কাজ করে। কারণ আপনার কাছে আপনার টার্গেট করা কাস্টমার এর যত বেশি তথ্য থাকবে আপনি তার জন্য উপযুক্ত করে অফার তৈরি করতে পারবেন।
তথ্য বিশ্লেষণ
তথ্য সংগ্রহ করা হলে সেগুলো ভালো করে বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ করার সময় খেয়াল রাখতে হয় আমরা উক্ত কাস্টমারের সাথে যোগাযোগ স্থাপন ও সম্পর্ক তৈরি করতে কোন কোন তথ্য ব্যবহার করবো। এখন ধরুন আমি একজন ওয়েব ডেভেলপার এবং আপনার কাছে আমার কন্টাক্ট নাম্বার আছে।
আপনার একটি যন্ত্রাংশ এর দোকান আছে এবং আপনি আমার কাছে কোদাল এবং হাতুড়ি বিক্রি করতে চাচ্ছেন। আমার কাছে আপনার অফার অ্যাড আসলে কিন্তু আমি ক্লিক পর্যন্ত করবো না। কারণ আমার জীবন-যাপনের সাথে এটি সরাসরি সম্পৃক্ত না। এই কারণে সংগ্রহ করা ডাটা থেকে তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করতে হবে।
স্ট্রাটেজি তৈরি
আপনার সিপিএ মার্কেটিং স্ট্রাটেজি এর উপর আপনার লাভ লস এবং ভবিষ্যৎ নির্ভর করে। একটা কথা মনে রাখবেন আপনি যে যে স্ট্রাটেজির কথা মানুষের কাছে শুনেছেন তারা ইতোমধ্যে সেগুলো করে ফেলেছে। এখন আপনি যদি একই পদ্ধতি ব্যবহার করেন তাহলে সফলতার সম্ভাবনা একদম নিম্ন পর্যায় থাকবে।
তবে আপনার সংগ্রহ করা তথ্য এর উপর নির্ভর করে পদ্ধতি নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে সবসময় আপনার অফার নিস কি এবং এর কাস্টমার সাধারণত কেমন হয় সে দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি সংগ্রহ করা ডাটা থেকে খুঁজে বের করবেন কাদের কাছে অফার পাঠানো ঠিক হবে এবং তাদের থেকে ফিডব্যাক আসবে।
সিপিএ নেটওয়ার্ক নির্বাচন
এই মুহূর্তে আপনার সকল প্ল্যান তৈরি এবং এখন সিপিএ নেটওয়ার্ক নির্বাচন করার পালা। বর্তমানে মার্কেটে অনেক সিপিএ নেটওয়ার্ক রয়েছে যারা নানা ধরনের অফার দিয়ে থাকে। তবে এদের মধ্যে বেশিরভাগ সাইট স্প্যাম করে এবং বিভিন্ন স্ক্যাম করে থাকে। আপনি যদি সফলতা পেতে চান তাহলে এই ধরনের নেটওয়ার্ক থেকে দূরে থাকতে হবে।
অফার টাইপ নির্বাচন
সিপিএ নেটওয়ার্ক নির্বাচন হয়ে গেলে আপনাকে অফার টাইপ নির্বাচন করতে হবে। কারণ এই অফার টাইপের উপর অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে আপনার অফারে কি পরিমাণ ক্লিক পরবে তা সহ অনেক বিষয় অফার টাইপের উপর নির্ভর করে।
স্ট্রাটেজি প্রয়োগ
এই পর্যন্ত সব ঠিক থাকলে আপনার স্ট্রাটেজি প্রয়োগ শুরু করে দেওয়া উচিত। কারণ সিপিএ মার্কেটিং করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ম্যানেজড ডাটা রয়েছে। আপনি মার্কেটে প্রতিষ্ঠিত নেটওয়ার্ক নির্বাচন করেছেন এবং সেখানে অফার তৈরি করার অনুমতি পেয়েছেন। এখন আপনার পদ্ধতি ব্যবহার করে মার্কেটিং শুরু করে প্রফিট জেনারেট করার জার্নি শুরু।
সিপিএ মার্কেটিং সাইট
নিচে কিছু জনপ্রিয় সিপিএ মার্কেটিং ওয়েবসাইট লিস্ট দেওয়া হল।
CPAlead LLC
২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সিপিএ লিড একটি জনপ্রিয় সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক। এটি একটি লিংক শেয়ারিং সার্ভিস যারা কস্ট পার অ্যাকশান ও কস্ট পার ইন্সটল পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ এখানে অফার গুলোতে লিংক ক্লিক ও লিংক থেকে ডাউনলোড করাতে পারলে ইনকাম জমা হয়। এই নেটওয়ার্কে আপনি অনেক ধরনের অফার পাবেন যা প্রায় বিশ্বের অনেক দেশ থেকে ব্যবহার করা যায়।
ClickBank
এটি একটি ইন্টারন্যাশনাল ই-কমার্স ও অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্ম বিশ্বব্যাপি অনেক জনপ্রিয় এবং অনেক পরিমাণ ভিজিটর সমৃদ্ধ। তারা তাদের পণ্য ইন্টারনেট ব্যাপি মার্কেটিং করার জন্য অর্থ পরিশোধ করে। অর্থাৎ আপনি তাদের প্রোডাক্ট লিংক প্রোমোট করে অর্থ আয় করতে পারবেন।
CJ Affiliate
বর্তমানের সিজে অ্যাফিলিয়েট পূর্বে কমিশন জাংশন ( Commission Junction) হিসেবে পরিচিত ছিল। এই নামে এখনো অনেকেই একে চিনে থাকে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠান আজ অবধি টিকে আছে। এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর ১ লক্ষ্য ৪৭ হাজার পাবলিশারদের দলে যোগ দিতে পারবেন। বিশ্বব্যাপি প্রতিষ্ঠিত ৩ হাজার ৮ শত ব্র্যান্ড সহ এর এক বিশাল কাস্টমার বেস রয়েছে।
CPAFull
এখানে সিপিএ করার পূর্ব অভিজ্ঞতা না থাকলে আপনাকে অনেক ঝামেলায় পরতে হবে। কারণ সিপিএ ফুল হচ্ছে একটি অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্ক। এটি একটি ইউএসএ নির্ভর সিপিএ নেটওয়ার্ক যে কারণে এখানে রুলস এবং রেগুলেশন অনেক কঠিন।
তবে আপনার যদি মনোবল শক্ত হয় এবং অভিজ্ঞতা বেশি থেকে থাকে তাহলে এই মার্কেট আপনার জন্য অনেক ভালো হবে। কারণ এখানে অফার প্রাইস অনেক বেশি যে কারণে ইনকাম বেশি হয়। তবে আপনি যদি দ্রুত সময়ের মধ্যে পেমেন্ট পেতে চান তাহলে এটা আপনার জন্য না।
মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করা যায়?
জি অবশ্যই যায়। বর্তমানে এমন অনেক নেটওয়ার্ক আছে যারা মোবাইল ইউজারদের টার্গেট করে তৈরি করা। অর্থাৎ এখানে যে অফার গুলো আছে সেগুলো মোবাইল ভিউ অপ্টিমাইজ করা। যে কারণে আপনি বিশাল পরিমাণ মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করা অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন।
অন্যদিকে মোবাইলে অ্যাপের মাধ্যমে সুন্দর করে ক্যাম্পেইন থেকে শুরু করে সকল ধরনের সিপিএ ফিচার ইউজ করতে পারবেন। দেখা যাবে এতে আপনি যেমন পোর্টেবিলিটি পাচ্ছেন তেমনি অফারের পারফর্মেন্স বুঝতে পারবেন।
সিপিএ মার্কেটিং করে কত টাকা আয় করা যায়?
সিপিএ মার্কেটিং যদি আপনি ঠিক মত বুঝে করতে পারেন তাহলে দুইভাবে আয় করতে পারবেন। প্রথমত অ্যাডভাইজার হিসেবে দ্বিতীয়ত পাবলিশার হিসেবে। অ্যাডভাইজার হিসেবে আয় করতে হলে আপনার নিজের বিজনেস বা সার্ভিস থাকতে হবে। যেখান থেকে মার্কেটিং এর মাধ্যমে বিক্রি বৃদ্ধি করে বেশি প্রফিট অর্জন করতে পারবেন।
সিপিএ মার্কেটিং কিভাবে শিখবো? সিপিএ মার্কেটিং করে আয়
অন্যদিকে একজন পাবলিশার হিসেবে সিপিএ থেকে আয় করার সুযোগ বেশি। আপনি যদি গতানুগতিক মার্কেটিং স্ট্রাটেজি থেকে বের হতে পারেন তাহলে সহজেই বিভিন্ন ক্যাম্পেইনে সফলতা পাবেন। তখন বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করা থেকে শুরু করে ল্যান্ডিং পেজ তৈরি করে লোক দিয়ে কাজ করিয়ে আয় করতে পারবেন।
মোটকথা আপনি সঠিক ভাবে এই নেটওয়ার্ক গুলো কাজে লাগাতে পারলে স্বল্প সময়ে আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারবেন। যাইহোক, বর্তমান বাজার পরিস্থিতি ও বিভিন্ন মার্কেটারের সফলতার উপর ভিত্তি করে ধারণা করা যায় এই মাধ্যম ব্যবহার করে মাসে ১০০০ ডলারের থেকেও বেশি আয় করা যায়।
তবে এই পরিমাণ আয় করতে আপনাকে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। পাশাপাশি বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করে দেখতে হবে কোন স্ট্রাটেজি বেশি কাজ করে। শুরু করেই সফলতা পাবেন এমন ভেবে থাকলে এই লাইন আপনার জন্য নয়।
উপরিউক্ত আর্টিকেলে সিপিএ মার্কেটিং কৌশল, জনপ্রিয় সিপিএ মার্কেটিং ওয়েবসাইট, ইনকামের পরিমাণ ও মোবাইল দিয়ে এই কাজ করা যাবে কি যাবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।