চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায়?

চ্যাটজিপিটি একটি অনেক কাজের অ্যাপ্লিকেশন। বর্তমান সময়ে এই এআই ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করা হয়। সময়ের সাথে সাথে এর কাজের পরিধি আর বৃদ্ধি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যাপক উন্নতির ধারায় চ্যাটজিপিটি অভাবনীয় ভূমিকা রাখছে। যাইহোক, আমাদের আজকের লেখায় আমরা চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায় সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবো।

চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায়?

OpenAI এর ChatGPT দিয়ে কি কি করা যায় তা নিচে দেওয়া হলো।

রিলেশনশিপ অ্যাডভাইস পেতে

যখন আমাদের পার্সোনাল লাইফে আমরা কোন সমস্যায় পরি তখন তা নিয়ে আলোচনা করার জন্য আমাদের একজন সঙ্গী প্রয়োজন। যদি সেই সমস্যা রিলেশনশিপ সম্পর্কিত হয় তখন নিজের সঙ্গীর সাথে আলাপ করে সমাধান না হলে অথবা নতুন করে সম্পর্কে জড়াতে চাইলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে তা আমরা চ্যাটজিপিটি থেকে ধারণা নিতে পারি। 

বর্তমান সময় রিলেশনশিপ গুরু হিসেবে চ্যাটজিপিটি ব্যাপক মাত্রায় জনপ্রিয়তা পেয়েছে। রসিকতা করার পাশাপাশি বিভিন্ন এক্সপার্ট কাউন্সিলর থেকে ডাটা নিয়ে অনেক জীবনমুখী সমাধান দেওয়ার ক্ষেত্রে এর কোন জুড়ি নেই। তবে অবশ্যই মনে রাখতে হবে এটি একটি চ্যাট অ্যাপ্লিকেশন। এর ভেতরে কোন ইমোশন নেই এবং এটি মানুষের মতো করে চিন্তা করতে পারে না। অতএব এর থেকে রিলেশনশিপ সম্পর্কিত ধারণা নিয়ে তা আগে যাচাই বাছাই করে তারপর নিজের লাইফে অ্যাপ্লাই করা বুদ্ধিমানের কাজ হবে। 

কঠিন গণিত সমস্যা সমাধান করতে

আমরা যারা গণিতে অনেক কাঁচা তাদের কাছে এটি একটি ভৌতিক অভিজ্ঞতা। কিন্তু যারা এটি সুন্দর করে বুঝতে পারে এবং সমাধান করতে পারে তাদের কাছে গণিত অনেক সহজ এবং সাবলীল। যাইহোক, চ্যাটজিপিটি সহজ গাণিতিক সমস্যা সমাধান করার পাশাপাশি কঠিন গাণিতিক সমস্যা সমাধান করতে পারদর্শী। যে কারণে বর্তমান সময়ে শেখার জন্য এবং প্রফেশনাল কাজে চ্যাটজিপিটি ব্যবহার করে বিভিন্ন পরিসংখ্যান ও জটিল গাণিতিক সমস্যা সমাধান করা হচ্ছে। 

চ্যাটজিপিটির সুবিধা

কোড লেখা সহ সহজ করে বর্ণনা পেতে

প্রোগ্রামিং অনেক জটিল একটি বিষয়। কোড লেখার সময় আমাদের যেমন বিভিন্ন লজিক নিয়ে কাজ করতে হয় তেমনি কোডের আউটপুট কেমন হবে সে বিষয়ে সচেতন থাকতে হয়। প্রোগ্রাম লেখার সময় অনেক ডেভেলপার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গা থেকে কোড কপি করে থাকে। তো কোড ডিবাগ করা থেকে শুরু করে কোন স্পেসিফিক কাজের জন্য কোড খুঁজে দেওয়া পর্যন্ত সকল কাজ সহজেই চ্যাটজিপিটি দিয়ে করে নেওয়া হচ্ছে। নতুন করে কোড লেখার কাজ এআই দ্বারা করা সম্ভব নয়। কারণ এটি মানুষের মতো লজিক দিয়ে চিন্তা করতে পারে না। তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর নানা রকম সীমাবদ্ধতা আছে। 

গান এবং কবিতা লিখতে

গান এবং কবিতা একটি ক্রিয়েটিভ বিষয়। তবে এখন পর্যন্ত চ্যাটজিপিটি যে সকল অচিন্তনীয় সাফল্য অর্জন করেছে তার মধ্যে গান ও কবিতা লেখা অন্যতম। টেস্ট করার জন্য এই অ্যাপ্লিকেশনকে জো বাইডেন ও ডোনাল্ট ট্রাম্প সম্পর্কে কবিতা লিখতে বলা হয়েছিল। যেখানে সে শুধু বর্তমান অ্যামেরিকার প্রেসিডেন্ট বাইডেন সম্পর্কে কবিতা লিখেছিল। অন্যদিকে আপনি এই টুল ইউজ করে যে কোন গানের লিরিক বের করা সহ নতুন করে গান লেখার কাজ করাতে পারবেন। 

মিডিয়া ফাইল মডিফাই করা 

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট দিয়ে সাম্প্রতিক সময়ে ইমেজ জেনারেট করা থেকে বিভিন্ন রকমের ভিডিও ফাইল তৈরি করা হচ্ছে। আপনি যত সুন্দর ও বিস্তারিতভাবে প্রমট দিতে পারবেন আপনার আউটপুট তত সুন্দর ও অ্যাকুরেট হবে। তো চ্যাটজিপিটি বিভিন্ন রকমের মিডিয়া ফাইল এডিট, ইনহান্স, মডিফাই ইত্যাদি করতে পারে। যেমন আপনি যে কোনো ছবি এডিট করতে চাইলে করতে পারবেন। কোন ভিডিও ফাইল তৈরি থেকে এডিট করা পর্যন্ত সব করতে পারবেন। অডিও ফাইলে মডিফাই করার পাশাপাশি যে কোনো টেক্সট ফাইল এডিট করতে পারবেন। 

টাইম ম্যানেজমেন্ট করতে

টাইম ম্যানেজ করা অনেক কঠিন একটা কাজ। সাধারণত আমরা কাজের ক্ষেত্রে বা অবসর কাটানোর মুহূর্তে সময়ের হিসেব ভুলে যাই। তাছাড়া সময় যত সুন্দর আর গোছালো করে ম্যানেজ করা যায় তত বেশি ভালো ফলাফল পাওয়া যায়। অর্থাৎ পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা সুনিশ্চিত করার জন্য চ্যাটজিপিটি ইউজ করা যায়। এখানে আপনি সঠিক ভাবে কমান্ড দিতে পারলে তা আপনাকে কাজের পরিকল্পনা এবং কোন কাজে কি পরিমাণ সময় লাগবে সে সম্পর্কে সুন্দর ধারণা দিতে পারবে। 

মুভি রিকমেন্ডেশন পেতে 

আমরা যারা বিভিন্ন সময় মুভি ও টিভি সিরিজ দেখতে পছন্দ করি তারা চ্যাটজিপিটি ইউজ রিকমেন্ডেশন তৈরি করতে পারবো। বিশেষ করে নতুন রিলিজ হওয়া থেকে শুরু করে বেশি রেটিং পাওয়া মুভি খুঁজে পেতে গুগলে সার্চ না করলেও চলবে। 

গেম খেলতে

আপনার বোরিং সময়কে আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য ChatGPT তে গেম খেলতে পারবেন। প্রচলিত ক্লাসিক গেম যেমন টিক-ট্যাঁক-টো ও ট্রিভিয়া গেম খেলার পাশাপাশি আপনি আপনার সময়কে আর ইন্টারেস্টিং করে গড়ে তুলতে পারবেন। ক্লাসিক গেম বাদেও কুইজ গেম, হ্যাংমান, ওয়ার্ড লাডার, নাম্বার গেম, ওয়ার্ড গেম, অ্যাডভেঞ্চার গেম ইত্যাদি খেলা যায়। অর্থাৎ অবসর সময়ে চ্যাটজিপিটি দিয়ে গেম খেলে সময় কাটাতে পারবেন। 

রান্নার টিপস পেতে 

রান্না আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত বিভিন্ন রেসিপি এর উপর নির্ভর করে রান্নার স্বাদ পরিবর্তিত হয়। রান্না সম্পর্কিত বিভিন্ন টিপস বা আইডিয়া জেনারেট করতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। সাধারণত বিশ্বে প্রচলিত বিভিন্ন দেশের জনপ্রিয় ডিশ কীভাবে তৈরি করা হয় এবং তাতে কোন উপাদান কি পরিমাণে আছে তা সম্পর্কে অনেক সুন্দর ও গোছানো আউটপুট পাওয়া যায়। 

চিকিৎসা পরামর্শ পেতে 

স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ সবসময় এক্সপার্ট ডাক্তারদের থেকে নিতে হয়। কারণ এটি অনেক স্পর্শকাতর বিষয় যেখানে ভুল করলে স্বাস্থ্যসমস্যা বৃদ্ধি সহ মৃত্যু হতে পারে। তবে কিছু কিছু সাধারণ বিষয় আছে যার সমাধান পেতে আপনি চ্যাটজিপিটির শরণাপন্ন হতে পারেন। এর ফলাফলের উপর পুরোপুরি ভরসা না করে একটু যাচাই-বাছাই করে নিলেই ঝুঁকি এড়ানো সম্ভব। অন্যদিকে ব্যায়াম ও ডায়েট মিল ম্যানেজমেন্ট করার জন্য নির্দ্বিধায় এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। 

ইন্টারভিউ প্রস্তুতি নিতে 

চাকরি সহ যে কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া একটি আতঙ্কের বিষয়। কারণ সেখানে সব সময় অনিশ্চয়তা নিয়ে থাকতে হয়। তো ইন্টারভিউ দেওয়ার সময় যদি বিশেষভাবে প্রস্তুতি না নেওয়া হয় তাহলে খুব ভালো পারফর্মেন্স করা যায় না। আপনি চ্যাটজিপিটি ইউজ করে সহজেই অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেতে পারবেন। এতে আপনি ইন্টারভিউ এর জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কেমন ধরনের প্রশ্ন পড়তে হবে সে ধারণা পাবেন। 

রচনা লিখতে 

এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনেক সহজে ছোট বড় রচনা তৈরি করা যায়। যে কোন টপিকের উপর সুন্দর করে গাইডলাইন দিলে চ্যাটজিপিটি গুছিয়ে রচনা লিখে দিতে পারে। আপনি এর ফলাফলে সন্তুষ্ট না হলে প্রমট ইউজ করে ট্রেইন করে নিতে পারবেন। যে কোন সহজ এবং কঠিন বিষয়ে রচনা লেখার জন্য এটি অনেক পারদর্শী। 

যে কোনো ভাষায় কনটেন্ট লিখতে 

চ্যাটজিপিটি প্রায় ৫০ এর থেকেও অধিক ভাষা বুজতে পারে। অর্থাৎ আপনি বিশ্বে সব থেকে বেশি প্রচলিত ভাষায় এটি ব্যবহার করতে পারবেন। এই সকল ভাষায় যে কোনো ধরনের কনটেন্ট তৈরি করা সহ মডিফাই করে নিতে পারবেন। যদিও গুগল ট্রান্সলেট ব্যবহার করে ভাষা পরিবর্তন করা যায় তবে তাতে নেটিভ টোন অনুপস্থিত থাকে। 

কঠিন বিষয় সহজে বুঝে নিতে 

আপনি শুধু এক্সপেরিমেন্ট করার জন্য চ্যাটজিপিটি কে কোন কঠিন বিষয় সহজে বর্ণনা করে দিতে বলবেন। উত্তর দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। যেমন আপনি যদি প্রম্পট লিখেন যে ব্ল্যাকহোল কি তা একটি ক্লাস ৮ এর স্টুডেন্ট এর দৃষ্টিভঙ্গি দিয়ে বর্ণনা করো। তাহলে চ্যাটজিপি সেটি সেইভাবেই বর্ণনা করে দিবে। 

সিভি বা কভার লেটার লিখতে 

কোন জায়গায় জব করার জন্য সিভি তৈরি করে অ্যাপ্লিকেশন করতে হয়। মানসম্মতভাবে এই সিভি তৈরি করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বা কোন জব পোস্টের জন্য কভার লেটার লেখার সময় মাথার চুল ছিঁড়তে হয়। এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। কারণ এটি অনেক সুন্দর এবং আপনার চাহিদা মতো সিভি এবং কভার লেটার লিখে দিতে পারে। 

জোকস তৈরি করতে

বন্ধুদের মাঝে আড্ডা দেওয়ার সময় জোকস বলে সবাইকে হাসাতে চাইলে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। এটি অনেক মজার ও শিক্ষামূলক জোকস তৈরি করতে পারে। তাছাড়া আপনি যদি বোরিং সময় কাটাতে কোন মাধ্যম না পেয়ে থাকেন তাহলে এই চ্যাটবট ব্যবহার করুন। 

স্ক্রিপ্ট লিখতে 

শর্টফিল্ম, ছোট নাটক, ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। বর্তমান সময় অনেক কনটেন্ট ক্রিয়েটর এই অ্যাপ ব্যবহার করে সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করছে। আপনি প্রম্পট যত সুন্দর করে লিখতে পারবেন আপনার স্ক্রিপ্ট তত সুন্দর ও প্রফেশনাল হবে।  

চ্যাটজিপিটির সুবিধা

সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়া পেতে 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা পার্সোনাল ইউজ করার জন্য পোস্ট আইডিয়া তৈরি করতে চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন। এটি বর্তমান ট্রেন্ডিং বিষয়ের উপর নির্ভর করে কি ধরনের পোস্ট তৈরি করা দরকার তা বুজতে পারে এবং আইডিয়া জেনারেট করে। 

কোন বিষয়ে রিসার্চ করতে 

টপিক রিসার্চ করার জন্য ChatGPT অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া আপনি যদি কোন বিষয়ের উপর ডিপ রিসার্চ করতে চান অথবা বিস্তারিত রিপোর্ট তৈরি করতে চান তাহলে এই অ্যাপকে সুন্দর করে ইন্সট্রাকশন দেওয়ার পাশাপাশি সময় দিতে হবে। রিসার্চ করার জন্য আপনি একে একটি সাপোর্ট টুল হিসেবে ব্যবহার করতে পারবেন। 

কি-ওয়ার্ড রিসার্চের কাজে 

রিসার্চ করার জন্য আমরা সচরাচর বিভিন্ন টুল ব্যবহার করে থাকি। বেশিরভাগ টুল মার্কেটে অনেক চড়া দামে কিনতে হয়। তবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ সহ বিভিন্ন রকমের নিশ রিসার্চ করতে পারবেন। পাশাপাশি এদের ভেতরে আর কি কি বিষয় আছে সে গুলো আর ভেতর থেকে খুঁজে বের করতে পারবেন। 

আর্টিকেল রাইটিং করতে 

বর্তমান সময় এআই দিয়ে আর্টিকেল তথা কনটেন্ট লিখে নেওয়ার ধুম পড়ে গেছে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে চ্যাটজিপিটি আপনাকে অনেক ভালো ভালো এবং ইউনিক আর্টিকেল তৈরি করে দিতে পারবে। সেগুলো এসইও অপ্টিমাইজ হওয়ার পাশাপাশি কপি ফ্রি হবে। 

চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি কিভাবে কাজ করে?

ছোট কাজের অ্যাপ বা প্লাগিন তৈরি করতে 

ছোট ছোট কাজের জন্য অ্যাপ অথবা প্লাগিন তৈরি করার জন্য আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন। বিশেষ করে টু-ডু অ্যাপ, ক্যালকুলেটর অ্যাপ, স্টপওয়াচ ইত্যাদি তৈরি করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। 

কৃষি বিষয়ক পরামর্শ 

আমাদের কৃষি প্রধান দেশে বিভিন্ন সময় বৈরী আবহাওয়া ও পোকামাকড় আক্রমণের কারণে ফসলের উৎপাদন ব্যাহত হয়। এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি চ্যাটজিপিটি থেকে এক্সপার্ট কৃষি পরামর্শ নিতে পারেন। 

ChatGPT আমাদের দৈনন্দিন অনেক কাজকে আরও সহজ ও দ্রুত গতির করে তুলেছে। সময়ের সাথে সাথে এটি যেমন বিকাশ লাভ করছে তেমনি আমাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতার বদলে সাহায্যকারী হিসেবে কাজ করছে। আমাদের আজকের লেখায় আমরা চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায়? তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশাকরি এটি আপনাকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর বিস্তর ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে। 

Leave a Reply